Ajker Patrika

টুইটারে বড় আর্টিকেল লেখার সুযোগ আসছে

প্রযুক্তি ডেস্ক
টুইটারে বড় আর্টিকেল লেখার সুযোগ আসছে

টুইটারে শিগগিরই ৪ হাজার ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) পোস্ট লেখার সুবিধা চালু হতে যাচ্ছে। বর্তমানে ২৮০ ক্যারেক্টারের মধ্যে বার্তা লেখার সীমাবদ্ধতা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা কত অক্ষরের মধ্যে পোস্ট লেখা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য টুইটার এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে, শুধু ব্লু টিক সেবা গ্রহণকারীরাই এই সুবিধা পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর টুইটারে ইলন মাস্কের কাছে লেখার সীমাবদ্ধতার বিষয়ে জানতে চান এক ব্যক্তি। এক টুইটে তিনি লেখেন, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ৪ হাজার ক্যারেক্টারে উন্নীত করার বিষয় কি সত্যি?’ ফিরতি টুইটে ইলন মাস্ক বলেন, ‘হ্যাঁ’। 

গত মাসে আরেক টুইটার ব্যবহারকারী ক্যারেক্টারের সীমা শিথিলের বিষয়ে জানতে চেয়েছিলেন ইলন মাস্কের কাছে। সে সময় মাস্ক বলেছিলেন, ‘টুইটের আকারের সীমা শিথিল করার ব্যাপারে ভাবছে টুইটার।’ 

উল্লেখ্য, ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।

এদিকে আজ সোমবার থেকেই প্ল্যটফর্মটিতে আবার চালু হয়েছে ‘ব্লু টিক’ সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত