প্রযুক্তি ডেস্ক
টুইটারে শিগগিরই ৪ হাজার ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) পোস্ট লেখার সুবিধা চালু হতে যাচ্ছে। বর্তমানে ২৮০ ক্যারেক্টারের মধ্যে বার্তা লেখার সীমাবদ্ধতা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা কত অক্ষরের মধ্যে পোস্ট লেখা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য টুইটার এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে, শুধু ব্লু টিক সেবা গ্রহণকারীরাই এই সুবিধা পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর টুইটারে ইলন মাস্কের কাছে লেখার সীমাবদ্ধতার বিষয়ে জানতে চান এক ব্যক্তি। এক টুইটে তিনি লেখেন, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ৪ হাজার ক্যারেক্টারে উন্নীত করার বিষয় কি সত্যি?’ ফিরতি টুইটে ইলন মাস্ক বলেন, ‘হ্যাঁ’।
গত মাসে আরেক টুইটার ব্যবহারকারী ক্যারেক্টারের সীমা শিথিলের বিষয়ে জানতে চেয়েছিলেন ইলন মাস্কের কাছে। সে সময় মাস্ক বলেছিলেন, ‘টুইটের আকারের সীমা শিথিল করার ব্যাপারে ভাবছে টুইটার।’
উল্লেখ্য, ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এদিকে আজ সোমবার থেকেই প্ল্যটফর্মটিতে আবার চালু হয়েছে ‘ব্লু টিক’ সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে।
টুইটারে শিগগিরই ৪ হাজার ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) পোস্ট লেখার সুবিধা চালু হতে যাচ্ছে। বর্তমানে ২৮০ ক্যারেক্টারের মধ্যে বার্তা লেখার সীমাবদ্ধতা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা কত অক্ষরের মধ্যে পোস্ট লেখা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য টুইটার এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে, শুধু ব্লু টিক সেবা গ্রহণকারীরাই এই সুবিধা পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর টুইটারে ইলন মাস্কের কাছে লেখার সীমাবদ্ধতার বিষয়ে জানতে চান এক ব্যক্তি। এক টুইটে তিনি লেখেন, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ৪ হাজার ক্যারেক্টারে উন্নীত করার বিষয় কি সত্যি?’ ফিরতি টুইটে ইলন মাস্ক বলেন, ‘হ্যাঁ’।
গত মাসে আরেক টুইটার ব্যবহারকারী ক্যারেক্টারের সীমা শিথিলের বিষয়ে জানতে চেয়েছিলেন ইলন মাস্কের কাছে। সে সময় মাস্ক বলেছিলেন, ‘টুইটের আকারের সীমা শিথিল করার ব্যাপারে ভাবছে টুইটার।’
উল্লেখ্য, ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এদিকে আজ সোমবার থেকেই প্ল্যটফর্মটিতে আবার চালু হয়েছে ‘ব্লু টিক’ সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে।
বিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২ ঘণ্টা আগেগুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম যুক্তরাষ্ট্রে ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখানোর কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলাটি দায়ের করা হয়েছে। তবে কোথায় এবং কবে এটি দাখিল করা হয়েছে...
৪ ঘণ্টা আগেবর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে
৫ ঘণ্টা আগে