প্রযুক্তি ডেস্ক
টুইটারে আবার চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। সোমবার (১২ ডিসেম্বর) থেকে নতুন রূপে চালু হবে এটি। গত শনিবার এক টুইটে সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, শুরুতে শুধুমাত্র অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হবে সুবিধাটি।
তবে অ্যাপল পণ্য ব্যবহার করে যারা টুইটারের ‘ব্লু টিক’ সেবা গ্রহণ করবেন গুনতে হবে বাড়তি অর্থ। গত নভেম্বরে, এই সেবা চালুর ঘোষণা দেওয়ার পর টুইটারে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এর ফি ৭ ডলার ৯৯ সেন্ট ঠিক করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে টুইটারের এই সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের বাড়তি অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।
তবে অ্যাপল ব্যবহারকারীদের থেকে অতিরিক্ত ফি কেন নেওয়া হবে সে বিষয়ে টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ধারণা করা হচ্ছে, অ্যাপ স্টোরের খরচ মেটাতেই মূলত এই সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।
এর আগে গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে অ্যাপলকে উদ্দেশ্য করে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করা নিয়েও সমালোচনা করেন তিনি।
এক টুইটে মাস্ক জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। যদিও পরে অ্যাপলের সদর দপ্তরে গিয়ে কোম্পানির সিইও টিম কুকের সঙ্গে দেখা করে ইলন মাস্ক বলেন, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।
টুইটারে আবার চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। সোমবার (১২ ডিসেম্বর) থেকে নতুন রূপে চালু হবে এটি। গত শনিবার এক টুইটে সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, শুরুতে শুধুমাত্র অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে ‘ব্লু টিক’ সেবা। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হবে সুবিধাটি।
তবে অ্যাপল পণ্য ব্যবহার করে যারা টুইটারের ‘ব্লু টিক’ সেবা গ্রহণ করবেন গুনতে হবে বাড়তি অর্থ। গত নভেম্বরে, এই সেবা চালুর ঘোষণা দেওয়ার পর টুইটারে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এর ফি ৭ ডলার ৯৯ সেন্ট ঠিক করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে টুইটারের এই সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের বাড়তি অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।
তবে অ্যাপল ব্যবহারকারীদের থেকে অতিরিক্ত ফি কেন নেওয়া হবে সে বিষয়ে টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ধারণা করা হচ্ছে, অ্যাপ স্টোরের খরচ মেটাতেই মূলত এই সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।
এর আগে গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে অ্যাপলকে উদ্দেশ্য করে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করা নিয়েও সমালোচনা করেন তিনি।
এক টুইটে মাস্ক জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। যদিও পরে অ্যাপলের সদর দপ্তরে গিয়ে কোম্পানির সিইও টিম কুকের সঙ্গে দেখা করে ইলন মাস্ক বলেন, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
৩ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৫ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে