প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্কের সঙ্গে টুইটারে তর্কের জেরে চাকরি হারালেন প্রতিষ্ঠানটির এক কর্মী। ওই কর্মী একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
ইলন মাস্ক গত ১৪ নভেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। টুইটে তিনি বলেন, ‘অনেক দেশেই টুইটার অনেক ধীর গতিতে কাজ করে! আমি এর জন্য ক্ষমা চাইছি।’ ইলন মাস্কের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি এরিক ফ্রনহফার। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘টুইটার অ্যাপের কারিগরি দিক নিয়ে মাস্কের বোঝায় ভুল আছে।’
টুইটের রিপ্লাইয়ে ইলন মাস্ক এরিক ফ্রনহফারের কাছে জানতে চান, ‘আমার মূল্যায়ন যদি সঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে?’ টুইটারের এ সমস্যা সমাধানে সেই ডেভেলপাররা কী কী কাজ করেছেন তাও জানতে চান মাস্ক। মাস্কের প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেন ফ্রনহফার।
তবে ইতিমধ্যে এই বাদানুবাদে অংশ নিয়ে নেন টুইটারের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী ফ্রনহফারের কাছে জানতে চান তিনি কেন ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে তার ভুল বোঝার ব্যাপারটি জানাননি। এই প্রশ্নের উত্তরে ফ্রনহফার বলেন, ‘মাস্কের উচিত ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে স্ল্যাক অথবা ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাওয়া।’
ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এরূপ আচরণকারী কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্ক লেখেন, ‘তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
ইলন মাস্কের সঙ্গে টুইটারে তর্কের জেরে চাকরি হারালেন প্রতিষ্ঠানটির এক কর্মী। ওই কর্মী একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
ইলন মাস্ক গত ১৪ নভেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। টুইটে তিনি বলেন, ‘অনেক দেশেই টুইটার অনেক ধীর গতিতে কাজ করে! আমি এর জন্য ক্ষমা চাইছি।’ ইলন মাস্কের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি এরিক ফ্রনহফার। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘টুইটার অ্যাপের কারিগরি দিক নিয়ে মাস্কের বোঝায় ভুল আছে।’
টুইটের রিপ্লাইয়ে ইলন মাস্ক এরিক ফ্রনহফারের কাছে জানতে চান, ‘আমার মূল্যায়ন যদি সঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে?’ টুইটারের এ সমস্যা সমাধানে সেই ডেভেলপাররা কী কী কাজ করেছেন তাও জানতে চান মাস্ক। মাস্কের প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেন ফ্রনহফার।
তবে ইতিমধ্যে এই বাদানুবাদে অংশ নিয়ে নেন টুইটারের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী ফ্রনহফারের কাছে জানতে চান তিনি কেন ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে তার ভুল বোঝার ব্যাপারটি জানাননি। এই প্রশ্নের উত্তরে ফ্রনহফার বলেন, ‘মাস্কের উচিত ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে স্ল্যাক অথবা ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাওয়া।’
ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এরূপ আচরণকারী কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্ক লেখেন, ‘তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে