আজকের পত্রিকা ডেস্ক
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
এক্স (সাবেক টুইটার)–এর মালিকানা পরিবর্তন করলেন ইলন মাস্ক। আজ শনিবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এক্স (X) এবং এক্সএআই (xAI) একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
মাস্ক আজ এক্স–এ লিখেছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে এক্সএআই–এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে) নির্ধারণ করা হয়েছে।’
এক্স এবং এক্সএআই আগে থেকেই সহযোগী প্রতিষ্ঠান ছিল। কারণ এক্সএআই–এর গ্রোক (Grok) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্সের লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন মাস্ক।
মাস্ক লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আজ, আমরা ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআই–এর উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স–এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
মাস্ক বলেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তুলে ধরবে না, বরং সক্রিয়ভাবে মানবজাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
এদিকে মাস্কের মালিকানায় পূর্বের টুইটারের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক্স–এর একজন বিনিয়োগকারী গত বছরের সেপ্টেম্বরের এক্স–এর মূল্য ১০ বিলিয়ন ডলারের কম নির্ধারণ করেছিলেন। তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং তাঁর সরকারে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক্স–এর মূল্য পুনরুদ্ধার হয়েছে।
এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআই কেনার চেষ্টাও করছেন। কোম্পানিটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর সম্পূর্ণ করা ঠেকানোর চেষ্টা করছেন তিনি। শুরুতে এই প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী ছিলেন ইলন মাস্ক।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২১ ঘণ্টা আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে