Ajker Patrika

অ্যাপ স্টোর থেকে টুইটার সরিয়ে ফেলার হুমকি অ্যাপলের

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৯: ১৭
অ্যাপ স্টোর থেকে টুইটার সরিয়ে ফেলার হুমকি অ্যাপলের

অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’

গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’

এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।

গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৫ সেনা কর্মকর্তাকে রাখা হতে পারে সাবজেলে

শিশুকে ধর্ষণের পর হত্যা, স্বজনদের সঙ্গে মরদেহ খোঁজেন অভিযুক্ত তরুণ

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না— হুঁশিয়ারি এনসিপি নেতার

ক্ষোভ ঝাড়তে গিয়ে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি—‘কলিজা ছেঁড়া’ মন্তব্যের ব্যাখ্যায় সারজিস

দিনাজপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতা জেলহাজতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত