প্রযুক্তি ডেস্ক
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা যায় এই মাইক্রো ব্লগের সাইটে। গত ৩ এপ্রিল নীল পাখির লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম— এর লোগো ব্যবহার করা হয় প্ল্যাটফর্মটিতে। তবে আবার আগের রূপে ফিরেছে টুইটারের লোগো।
গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করেছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা যায় এই মাইক্রো ব্লগের সাইটে। গত ৩ এপ্রিল নীল পাখির লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম— এর লোগো ব্যবহার করা হয় প্ল্যাটফর্মটিতে। তবে আবার আগের রূপে ফিরেছে টুইটারের লোগো।
গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করেছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৭ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে