Ajker Patrika

টুইটারে ফিরছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো

প্রযুক্তি ডেস্ক
টুইটারে ফিরছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো

টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতি বছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি মার্কিন ডলার।

স্কাই নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার প্রধান ইলন মাস্ক এরই মধ্যে জানিয়েছেন—অ্যাপলও তাদের বিজ্ঞাপন আবার পুরোপুরিভাবে দেওয়া শুরু করেছে।

এই বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। এ সময়ে টুইটারে বিজ্ঞাপনের জন্য ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে অ্যাপল। তবে নভেম্বর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই টেক জায়ান্ট কোম্পানিটি। অ্যাপল গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে আনুমানিক ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার। যেখানে ১৬ থেকে ২২ অক্টোবর টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ডলারের কিছু বেশি।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসে। জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে।

সম্প্রতি ইলন মাস্ক স্বীকার করেন টুইটারের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে এখন আমাজন আর অ্যাপলের আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত টুইটার প্রধানের জন্য নিশ্চিতভাবেই ফিরিয়ে এনেছে স্বস্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত