প্রযুক্তি ডেস্ক
টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতি বছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি মার্কিন ডলার।
স্কাই নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার প্রধান ইলন মাস্ক এরই মধ্যে জানিয়েছেন—অ্যাপলও তাদের বিজ্ঞাপন আবার পুরোপুরিভাবে দেওয়া শুরু করেছে।
এই বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। এ সময়ে টুইটারে বিজ্ঞাপনের জন্য ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে অ্যাপল। তবে নভেম্বর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই টেক জায়ান্ট কোম্পানিটি। অ্যাপল গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে আনুমানিক ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার। যেখানে ১৬ থেকে ২২ অক্টোবর টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ডলারের কিছু বেশি।
মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসে। জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে।
সম্প্রতি ইলন মাস্ক স্বীকার করেন টুইটারের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে এখন আমাজন আর অ্যাপলের আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত টুইটার প্রধানের জন্য নিশ্চিতভাবেই ফিরিয়ে এনেছে স্বস্তি।
টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতি বছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি মার্কিন ডলার।
স্কাই নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার প্রধান ইলন মাস্ক এরই মধ্যে জানিয়েছেন—অ্যাপলও তাদের বিজ্ঞাপন আবার পুরোপুরিভাবে দেওয়া শুরু করেছে।
এই বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। এ সময়ে টুইটারে বিজ্ঞাপনের জন্য ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে অ্যাপল। তবে নভেম্বর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই টেক জায়ান্ট কোম্পানিটি। অ্যাপল গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে আনুমানিক ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার। যেখানে ১৬ থেকে ২২ অক্টোবর টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ডলারের কিছু বেশি।
মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসে। জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে।
সম্প্রতি ইলন মাস্ক স্বীকার করেন টুইটারের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে এখন আমাজন আর অ্যাপলের আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত টুইটার প্রধানের জন্য নিশ্চিতভাবেই ফিরিয়ে এনেছে স্বস্তি।
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে