প্রযুক্তি ডেস্ক
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে