প্রযুক্তি ডেস্ক
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
টুইটারের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী নিয়োগে মনোযোগী হতে চান ইলন মাস্ক। আজ স্থানীয় সময় মঙ্গলবার টুইটার কর্মীদের সঙ্গে এক মিটিংয়ে কথা জানান তিনি।
মিটিংয়ের একটি ভিডিও রেকর্ডিং এবং এতে অংশগ্রহণকারী দুজনের সূত্র ধরে দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটার ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগ করছে। টুইটার কর্মীদের তাঁদের জানাশোনা যোগ্য প্রার্থীদের রেফার করার জন্য বলেন ইলন মাস্ক।
তবে একই দিনে টুইটারের বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিক্রয় বিভাগের ঊর্ধ্বতন নেতৃত্বে থাকা প্রায় সবাই চাকরিচ্যুত হন।
ইলন মাস্ক অবশ্য নিশ্চিত করে বলেননি ঠিক কোন কোন পদে তিনি কর্মী নিয়োগ করছেন। টুইটারের ওয়েবসাইটেও কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। কেমন কর্মী খুঁজছেন—এ ব্যাপারে মিটিংয়ে ইলন মাস্ক বলেন, ‘যাঁরা সফটওয়্যার বানানোতে দক্ষ, তাঁরা অগ্রাধিকার পাবেন।’
মিটিংয়ে ইলন মাস্ক আরও জানান, আপাতত টুইটারের হেডকোয়ার্টার টেক্সাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস দুই জায়গাতেই হেডকোয়ার্টার থাকতে পারে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতেও নির্দেশ দিয়েছিলেন। মধ্যরাতে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের নতুন যুগের জন্য তাঁরাই উপযুক্ত হবেন, যাঁরা কঠোর পরিশ্রমী হবেন এবং অসাধারণ কাজ করবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরামর্শও দেন তিনি। মাস্কের এই ই-মেইলের জবাবে প্রায় ১ হাজার জন পদত্যাগ করেন টুইটার থেকে। যাঁরা থেকে গেছেন, তাঁদের নিয়ে আজই প্রথম মিটিংয়ের আয়োজন করলেন ইলন মাস্ক।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৭ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে