অনলাইন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরআইবি) জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমরা ব্যবহারকারীদের ম্যাসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না। কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না।’
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন (Transparency Report) প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয়, কোন কোন সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরআইবি) জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমরা ব্যবহারকারীদের ম্যাসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না। কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না।’
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন (Transparency Report) প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয়, কোন কোন সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে।
তথ্যসূত্র: সিএনএন
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে