আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিত্ব প্রকাশের জায়গা হয়ে উঠেছে ফেসবুক। আপনার অনুভূতি, মুড বা স্টাইল—সবকিছু এখন তুলে ধরা যায় ফেসবুকের ডিজিটাল অবতার বা অ্যাভাটারের মাধ্যমে।
অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল রূপ। অ্যাভাটারে চুলের স্টাইল, পোশাক, ত্বকের রং, মুখের গঠন এমনকি চশমা পর্যন্ত পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
আর একবার অ্যাভাটার তৈরি হলে সেটি স্টিকার হিসেবে মেসেঞ্জারের চ্যাটে ও কমেন্ট বক্সে ব্যবহার করা যায়। এমনকি ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
ফেসবুকে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক চালু করুন।
২. ডান দিকে ওপরের কোনায় থাকা মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) চাপ দিন। এটি আইফোনে নিচের ডান পাশে থাকবে।
৩. এরপর ‘সি মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ‘অ্যাভাটারস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার নিজের সেলফির মাধ্যমে অ্যাভাটার তৈরির জন্য ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ বাটনে ট্যাপ করুন। আর ম্যানুয়ালি বা নিজেই চেহারার কাঠামো বানাতে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ত্বকের রং নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. নির্দেশনা অনুযায়ী চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের ধরন নির্বাচন করুন।
৮. পছন্দমতো অ্যাভাটার তৈরি করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুকে নিজের অ্যাভাটার তৈরি হয়ে যাবে। তবে আপনি চাইলে আরও নিজের মতো করে সাজাতে পারেন। মেনুগুলোতে সোয়াইপ করে জুতা, প্যান্টসহ আরও অনেক কিছু বেছে নিন, তারপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়।
অ্যাভাটার মুছে ফেলবেন যেভাবে
১. অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচন করতে হবে।
২, এরপর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে।
৩. অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে।
৪. এবার পরবর্তী পেজে থাকা তিন ডট আইকনে ট্যাপ করে ‘ডিলিট অ্যাভাটর’ বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
৫. বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিত্ব প্রকাশের জায়গা হয়ে উঠেছে ফেসবুক। আপনার অনুভূতি, মুড বা স্টাইল—সবকিছু এখন তুলে ধরা যায় ফেসবুকের ডিজিটাল অবতার বা অ্যাভাটারের মাধ্যমে।
অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল রূপ। অ্যাভাটারে চুলের স্টাইল, পোশাক, ত্বকের রং, মুখের গঠন এমনকি চশমা পর্যন্ত পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
আর একবার অ্যাভাটার তৈরি হলে সেটি স্টিকার হিসেবে মেসেঞ্জারের চ্যাটে ও কমেন্ট বক্সে ব্যবহার করা যায়। এমনকি ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
ফেসবুকে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক চালু করুন।
২. ডান দিকে ওপরের কোনায় থাকা মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) চাপ দিন। এটি আইফোনে নিচের ডান পাশে থাকবে।
৩. এরপর ‘সি মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ‘অ্যাভাটারস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার নিজের সেলফির মাধ্যমে অ্যাভাটার তৈরির জন্য ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ বাটনে ট্যাপ করুন। আর ম্যানুয়ালি বা নিজেই চেহারার কাঠামো বানাতে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ত্বকের রং নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. নির্দেশনা অনুযায়ী চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের ধরন নির্বাচন করুন।
৮. পছন্দমতো অ্যাভাটার তৈরি করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুকে নিজের অ্যাভাটার তৈরি হয়ে যাবে। তবে আপনি চাইলে আরও নিজের মতো করে সাজাতে পারেন। মেনুগুলোতে সোয়াইপ করে জুতা, প্যান্টসহ আরও অনেক কিছু বেছে নিন, তারপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়।
অ্যাভাটার মুছে ফেলবেন যেভাবে
১. অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচন করতে হবে।
২, এরপর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে।
৩. অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে।
৪. এবার পরবর্তী পেজে থাকা তিন ডট আইকনে ট্যাপ করে ‘ডিলিট অ্যাভাটর’ বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
৫. বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে