Ajker Patrika

ইনস্টাগ্রামে অনলাইনে থাকলেও অফলাইন দেখাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ মে ২০২৫, ০৯: ০৮
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ছবি: স্টাডি ৪৯
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ছবি: স্টাডি ৪৯

বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা শুধু ছবি বা ভিডিও শেয়ার করেই থেমে থাকেন না, বরং একে অপরের সঙ্গে সরাসরি বার্তার মাধ্যমেও যোগাযোগ করেন। এই অ্যাপে আপনি যেসব ব্যক্তিকে ফলো করেন, তাঁদের মধ্যে সবাইকে শেষ কখন অনলাইনে ছিলেন তা দেখার সুযোগ রয়েছে। ইনস্টাগ্রামের অ্যাকটিভিটি স্ট্যাটাসে গিয়ে এই তথ্য দেখে নেওয়া সম্ভব। এ ছাড়া কেউ আপনাকে ডাইরেক্ট মেসেজ পাঠালে তিনি শেষ কখন অনলাইনে ছিলেন, তা-ও দেখে নেওয়া সম্ভব। তবে অনেক সময় অনলাইনে থাকলেও চাই না যে কেউ বুঝতে পারুক আমরা সক্রিয় আছি।

তাই ইনস্টাগ্রামে কাউকে এড়িয়ে চলতে বা শুধু কাজের দিকে মনোনিবেশ করতে চান ও বন্ধুদের শেয়ার করা মিমে বিরক্ত হতে চান না, তাহলে ইনস্টাগ্রামের একটি ফিচার বন্ধ করে দিতে হবে। সেটি হলো—‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’।

এই ফিচার বন্ধ করার জন্য নিচের স্মার্টফোনে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।

৪. এবার মেনুটি নিচের দিকে স্ক্রল করে ‘হাও আদারস ক্যান সি ইউ’ সেকশন খুঁজে বের করুন।

৫. এই সেকশন থেকে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লায়স’ অপশনে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।

৬. এই পেজ থেকে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন। ফলে আরেকটি পেজ চালু হবে।

৭. আবার পরের পেজে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’-এর পাশে থাকা টগল বাটনের ওপর ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে অন্যরা জানতে পারবে না আপনি ইনস্টাগ্রামে সক্রিয় রয়েছেন কি না।

ব্রাউজার থেকে বন্ধ করবেন যেভাবে

১. কম্পিউটার ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে ওয়েবসাইট ওপেন করে নিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।

২. প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস ওপেন করুন।

৩. এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে এই ফাংশন ডিসেবেল করে দিন। এই জন্য পাশে চেকবক্স ডিসেবেল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত