অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়। এর ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। ফলে অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ ঠেকানো জরুরি।
এসব কারণে মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
অপরিচিতদের কাছ থেকে মেসেজ আসা ঠেকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ট্যাপ করুন।
এর ফলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হবে।
ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়। এর ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। ফলে অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ ঠেকানো জরুরি।
এসব কারণে মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
অপরিচিতদের কাছ থেকে মেসেজ আসা ঠেকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ট্যাপ করুন।
এর ফলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হবে।
শূন্য কার্বন নিঃসরণ বা ‘জিরো এমিশন’ প্রযুক্তির নতুন সম্ভাবনা হাজির করেছে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা। হাইড্রোজেন কমবাশন প্রযুক্তির একটি নতুন প্রোটোটাইপ গাড়ি তৈরি করেছে তারা। নাম দেওয়া হয়েছে ‘করোলা ক্রস হাইড্রোজেন কনসেপ্ট।’
৪ মিনিট আগেভোরে ঘুমের ঘোরে মশার ভোঁ ভোঁ শব্দ বা সন্ধ্যার পর জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে মশার হামলা—এ অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি রয়েছে। মশার কামড় শুধু বিরক্তিকর নয়, এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ ছড়ায়। এত দিন মশা তাড়াতে করেছি ধূপ, স্প্রে ও বৈদ্যুতিক র্যাকেট। তবে এবার চীন এমন একটি ডিভাই
২ ঘণ্টা আগেচলতি বছরে আরও এক দফা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। অন্যদিকে এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে কোম্পানিটি।
২ ঘণ্টা আগেটিকটকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বর্ণবাদী ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। গুগলের ভিডিও জেনারেশন টুল ভিও ৩–এর মাধ্যমে তৈরি এসব ভিডিও ইতিমধ্যে কোটি ভিউ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা মিডিয়া ম্যাটার্স।
৪ ঘণ্টা আগে