স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে