স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৮ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৩ ঘণ্টা আগে