সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে