অনলাইনে ফাঁস হলো গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৯ প্রোর ছবি। এই ছবি থেকে ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই সঙ্গে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও জানা গেছে। গুগল পিক্সেল ৯ প্রোর ডিজাইন আগের থেকে ব্যতিক্রম হবে বলে ফাঁস হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে। আইফোন মডেলের ডিসপ্লের মতো ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা যাবে, ক্যামেরা বারেও (যেখানে ক্যামেরা থাকে) পরিবর্তন থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের সহযোগিতায় স্টিভ এইচ ম্যাকফ্লাই এই ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। আগের ডিজাইনের মতো ক্যামেরা আইল্যান্ডটি ডিভাইসের কিনারে সঙ্গে যুক্ত নয়। এটি অনেকটা পিক্সেল ফোল্ডের ক্যামেরা বারের মতো। কাচ দিয়ে আবৃত তিনটি ক্যামেরাকে পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া এই মডেলের মাধ্যমে গুগলের টেমপারেচার সেন্সর ফিচারও পিরে আসতে পারে।
পিক্সেল ৭ ও পিক্সেল ৮ সিরিজের সঙ্গে পিক্সেল ৯ প্রো ডিভাইসটির সামনের দিকের মিল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে হোল পাঞ্চ থাকবে ও ফোনটির বেজেলও (ডিসপ্লের চারপাশে বডির অংশ) চিকন হবে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনের ডান পাশে থাকবে। এছাড়া ইউএসবি সি পোর্ট, স্পিকার ও সিম কার্ড ট্রে ডিভাইসটির নিচের দিকে থাকতে পারে। পিক্সেল ৮ প্রো ফোনে সিম কার্ড ট্রের অবস্থান বাম পাশে ছিল। তবে সেটি এবার গুগল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএমওয়েভ অ্যান্টেনা কভার ও মাইক্রোফন ডিভাইসটির ওপরে অবস্থিত।
গুগলের নতুন পিক্সেল ফোনে ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং এর আয়তন ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ এমএম হতে পারে। অপরদিকে পিক্সেল ৮ প্রো ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি ও আয়তন ১৬২.৬ x৭৬.৫ x৮.৮ এমএম।
গত বছরে অক্টোবরে পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করে গুগল। ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে।
অনলাইনে ফাঁস হলো গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৯ প্রোর ছবি। এই ছবি থেকে ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই সঙ্গে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও জানা গেছে। গুগল পিক্সেল ৯ প্রোর ডিজাইন আগের থেকে ব্যতিক্রম হবে বলে ফাঁস হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে। আইফোন মডেলের ডিসপ্লের মতো ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা যাবে, ক্যামেরা বারেও (যেখানে ক্যামেরা থাকে) পরিবর্তন থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের সহযোগিতায় স্টিভ এইচ ম্যাকফ্লাই এই ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। আগের ডিজাইনের মতো ক্যামেরা আইল্যান্ডটি ডিভাইসের কিনারে সঙ্গে যুক্ত নয়। এটি অনেকটা পিক্সেল ফোল্ডের ক্যামেরা বারের মতো। কাচ দিয়ে আবৃত তিনটি ক্যামেরাকে পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া এই মডেলের মাধ্যমে গুগলের টেমপারেচার সেন্সর ফিচারও পিরে আসতে পারে।
পিক্সেল ৭ ও পিক্সেল ৮ সিরিজের সঙ্গে পিক্সেল ৯ প্রো ডিভাইসটির সামনের দিকের মিল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে হোল পাঞ্চ থাকবে ও ফোনটির বেজেলও (ডিসপ্লের চারপাশে বডির অংশ) চিকন হবে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনের ডান পাশে থাকবে। এছাড়া ইউএসবি সি পোর্ট, স্পিকার ও সিম কার্ড ট্রে ডিভাইসটির নিচের দিকে থাকতে পারে। পিক্সেল ৮ প্রো ফোনে সিম কার্ড ট্রের অবস্থান বাম পাশে ছিল। তবে সেটি এবার গুগল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএমওয়েভ অ্যান্টেনা কভার ও মাইক্রোফন ডিভাইসটির ওপরে অবস্থিত।
গুগলের নতুন পিক্সেল ফোনে ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং এর আয়তন ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ এমএম হতে পারে। অপরদিকে পিক্সেল ৮ প্রো ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি ও আয়তন ১৬২.৬ x৭৬.৫ x৮.৮ এমএম।
গত বছরে অক্টোবরে পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করে গুগল। ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৮ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৯ ঘণ্টা আগে