অনলাইনে ফাঁস হলো গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৯ প্রোর ছবি। এই ছবি থেকে ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই সঙ্গে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও জানা গেছে। গুগল পিক্সেল ৯ প্রোর ডিজাইন আগের থেকে ব্যতিক্রম হবে বলে ফাঁস হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে। আইফোন মডেলের ডিসপ্লের মতো ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা যাবে, ক্যামেরা বারেও (যেখানে ক্যামেরা থাকে) পরিবর্তন থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের সহযোগিতায় স্টিভ এইচ ম্যাকফ্লাই এই ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। আগের ডিজাইনের মতো ক্যামেরা আইল্যান্ডটি ডিভাইসের কিনারে সঙ্গে যুক্ত নয়। এটি অনেকটা পিক্সেল ফোল্ডের ক্যামেরা বারের মতো। কাচ দিয়ে আবৃত তিনটি ক্যামেরাকে পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া এই মডেলের মাধ্যমে গুগলের টেমপারেচার সেন্সর ফিচারও পিরে আসতে পারে।
পিক্সেল ৭ ও পিক্সেল ৮ সিরিজের সঙ্গে পিক্সেল ৯ প্রো ডিভাইসটির সামনের দিকের মিল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে হোল পাঞ্চ থাকবে ও ফোনটির বেজেলও (ডিসপ্লের চারপাশে বডির অংশ) চিকন হবে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনের ডান পাশে থাকবে। এছাড়া ইউএসবি সি পোর্ট, স্পিকার ও সিম কার্ড ট্রে ডিভাইসটির নিচের দিকে থাকতে পারে। পিক্সেল ৮ প্রো ফোনে সিম কার্ড ট্রের অবস্থান বাম পাশে ছিল। তবে সেটি এবার গুগল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএমওয়েভ অ্যান্টেনা কভার ও মাইক্রোফন ডিভাইসটির ওপরে অবস্থিত।
গুগলের নতুন পিক্সেল ফোনে ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং এর আয়তন ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ এমএম হতে পারে। অপরদিকে পিক্সেল ৮ প্রো ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি ও আয়তন ১৬২.৬ x৭৬.৫ x৮.৮ এমএম।
গত বছরে অক্টোবরে পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করে গুগল। ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে।
অনলাইনে ফাঁস হলো গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৯ প্রোর ছবি। এই ছবি থেকে ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই সঙ্গে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও জানা গেছে। গুগল পিক্সেল ৯ প্রোর ডিজাইন আগের থেকে ব্যতিক্রম হবে বলে ফাঁস হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে। আইফোন মডেলের ডিসপ্লের মতো ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা যাবে, ক্যামেরা বারেও (যেখানে ক্যামেরা থাকে) পরিবর্তন থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের সহযোগিতায় স্টিভ এইচ ম্যাকফ্লাই এই ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। আগের ডিজাইনের মতো ক্যামেরা আইল্যান্ডটি ডিভাইসের কিনারে সঙ্গে যুক্ত নয়। এটি অনেকটা পিক্সেল ফোল্ডের ক্যামেরা বারের মতো। কাচ দিয়ে আবৃত তিনটি ক্যামেরাকে পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া এই মডেলের মাধ্যমে গুগলের টেমপারেচার সেন্সর ফিচারও পিরে আসতে পারে।
পিক্সেল ৭ ও পিক্সেল ৮ সিরিজের সঙ্গে পিক্সেল ৯ প্রো ডিভাইসটির সামনের দিকের মিল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে হোল পাঞ্চ থাকবে ও ফোনটির বেজেলও (ডিসপ্লের চারপাশে বডির অংশ) চিকন হবে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনের ডান পাশে থাকবে। এছাড়া ইউএসবি সি পোর্ট, স্পিকার ও সিম কার্ড ট্রে ডিভাইসটির নিচের দিকে থাকতে পারে। পিক্সেল ৮ প্রো ফোনে সিম কার্ড ট্রের অবস্থান বাম পাশে ছিল। তবে সেটি এবার গুগল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএমওয়েভ অ্যান্টেনা কভার ও মাইক্রোফন ডিভাইসটির ওপরে অবস্থিত।
গুগলের নতুন পিক্সেল ফোনে ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং এর আয়তন ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ এমএম হতে পারে। অপরদিকে পিক্সেল ৮ প্রো ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি ও আয়তন ১৬২.৬ x৭৬.৫ x৮.৮ এমএম।
গত বছরে অক্টোবরে পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করে গুগল। ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে