আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে