গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে