গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে