Ajker Patrika

ফেসবুকের দ্বিগুণের বেশি মুনাফা করেছে অ্যাপল

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২: ৫৬
ফেসবুকের দ্বিগুণের বেশি মুনাফা করেছে অ্যাপল

ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।  

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি  ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।

করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন। 

অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে  অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১  দশমিক ৩ বিলিয়ন ডলার।

এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে।  বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত