ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।
করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।
ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।
করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে