৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও রেডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং
ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২
আইপি রেটিং: আইপি ৫৪
ইউএসবি: ২ দশমিক শূন্য
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও রেডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং
ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২
আইপি রেটিং: আইপি ৫৪
ইউএসবি: ২ দশমিক শূন্য
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে