প্রযুক্তি ডেস্ক
বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ল্যাপটপ নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের এই ল্যাপটপ প্রদর্শন করে কোম্পানিটি। ল্যাপটপটির মডেল ‘লেনোভো ইয়োগা বুক ৯ আই’।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, লেনোভো ইয়োগা বুক ৯ আই ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডুয়েল ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে। তবে সাধারণত ডুয়েল ডিসপ্লের ধারণা অনুযায়ী পাশাপাশি অবস্থানে নয়। ডিসপ্লে দুটির অবস্থান ওপর-নিচে। দেখতে অনেকটাই ‘দোতলা’ ডিজাইনের। ল্যাপটপটির সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ডের সুবিধা। এই ল্যাপটপ ব্যবহার করা যাবে একাধিক উপায়ে। একদিকে যেমন ডুয়েল ডিসপ্লে সেটআপ থাকছে, অপর দিকে ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭। আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এ ছাড়া, এতে রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়েল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে পাওয়া যাবে ১৪ ঘণ্টা। মাত্র ১ দশমিক ৩৮ কেজি ওজনের এই ল্যাপটপ চলতি বছরের জুনে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে লেনোভো।
ল্যাপটপের বাজার মূল্য হবে ২ হাজার ১০০ ডলার। বা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।
বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ল্যাপটপ নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের এই ল্যাপটপ প্রদর্শন করে কোম্পানিটি। ল্যাপটপটির মডেল ‘লেনোভো ইয়োগা বুক ৯ আই’।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, লেনোভো ইয়োগা বুক ৯ আই ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডুয়েল ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে। তবে সাধারণত ডুয়েল ডিসপ্লের ধারণা অনুযায়ী পাশাপাশি অবস্থানে নয়। ডিসপ্লে দুটির অবস্থান ওপর-নিচে। দেখতে অনেকটাই ‘দোতলা’ ডিজাইনের। ল্যাপটপটির সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ডের সুবিধা। এই ল্যাপটপ ব্যবহার করা যাবে একাধিক উপায়ে। একদিকে যেমন ডুয়েল ডিসপ্লে সেটআপ থাকছে, অপর দিকে ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭। আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এ ছাড়া, এতে রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়েল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে পাওয়া যাবে ১৪ ঘণ্টা। মাত্র ১ দশমিক ৩৮ কেজি ওজনের এই ল্যাপটপ চলতি বছরের জুনে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে লেনোভো।
ল্যাপটপের বাজার মূল্য হবে ২ হাজার ১০০ ডলার। বা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৫ মিনিট আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৩ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১৯ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে