সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে শাওমির নতুন ফোল্ডিং ফোন ‘মিক্স ফোল্ড ৪ ’। বিগত বছরের বাজারে আসা ‘মিক্স ফোল্ড ৩’–এর উত্তরসূরি হলো এই ফোন। নতুন মডেলটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে লাইকা-ব্র্যান্ডেড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ব্যাটারি রয়েছে।
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের আয়তক্ষেত্রকার নকশায় সামান্য পরিবর্তন করেছে কোম্পানি। এটি তার পূর্বসূরি মডেলের চেয়ে বড় ও নিচের প্রান্তটি কার্ভড (বাঁকানো)। পাওয়ার বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ধরনের ফোন ভাঁজ করার জন্য ও দুটি অংশকে যুক্ত করার জন্য এতে হিঞ্জ যুক্ত করা হয়। হিঞ্জটি খুবই শক্তিশালী ও এর মাধ্যমে ৫ লাখ বার ফোনটি ভাঁজ করা যাবে বলে দাবি করছে কোম্পানিটি।
ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব ৯.৮৭ মিলিমিটার (এমএম) ও ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব ৪ দশমিক ৫৯ মিলিমিটার (এমএম) হবে। স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগের সুবিধাও রয়েছে শাওমি মিক্স ফোল্ড ৪ এ। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং অনার ম্যাজিক ভি৩–এর মতো ফোল্ডিং ফোনের সঙ্গে ফোনটি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
শাওমি মিক্স ফোল্ড ৪ দাম ও রং
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনটি গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনো ঘোষণা করে নি কোম্পানিটি। র্যাম ও ইন্টারনাল স্টোরেজের ভিত্তিতে ফোল্ডিং ফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
চীনের বাজারে ফোনটির বিভিন্ন সংস্করণের কত দাম রাখা হয়েছে, তা তুলে ধরা হলো—
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৮,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,০৩, ৬৪০ টাকা।
মিক্স ফোল্ড ৪ ফোনের ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,১৫, ১৪০ টাকা।
আর মিক্স ফোল্ড ৪ ফোনের ১৬ জিবি র্যাম + ১ টিবি (টেরাবাইট) স্টোরেজ সংস্করণের দাম ১০,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,২৬, ৬৪০ টাকা।
ব্ল্যাক, হোয়াইট এবং জেনশেন ব্লু ড্রাগন ফাইবার (নীল) রঙে এই ফোল্ডেবল ফোন পাওয়া যাবে।
শাওমি মিক্স ফোল্ড ৪–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লাইকা-ব্র্যান্ডের কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ এক্স জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ইউনিট এবং ৫ এক্স জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স রয়েছে।
ভেতরে ও বাইরের স্ক্রিনের ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
ওজন: ২২৬ গ্রাম
পুরুত্ব: ৯ দশমিক ৪৭ এমএম
সিম: ডুয়েল (ন্যানো)
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৫৬ ইঞ্চি (১,০৮০ x ২,৫২০ পিক্সেলস) অ্যামলেড ডিসপ্লে ও ৩ হাজার নিটস ব্রাইটনেস।
বাইরের ডিসপ্লের টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৯৮ প্রাইমার ২কে (২,২২৪ x ২,৪৮৮ পিক্সেলস) অ্যামলেড ডিসপ্লে ও ৩ হাজার নিটস ব্রাইটনেস।
রিফ্রেশ রেট: উভয় ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
টাচ স্যাম্পলিং রেট:
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৪
আইপি রেটিং: আইপিএক্স ৮
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,১০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড (তারসহ) ৬৭ ওয়াট ও ওয়্যালরেস (তারবিহীন) ৫০ ওয়াট
রং: সাদা, কালো ও নীল
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ও গিজমোচীনা
সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে শাওমির নতুন ফোল্ডিং ফোন ‘মিক্স ফোল্ড ৪ ’। বিগত বছরের বাজারে আসা ‘মিক্স ফোল্ড ৩’–এর উত্তরসূরি হলো এই ফোন। নতুন মডেলটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে লাইকা-ব্র্যান্ডেড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ব্যাটারি রয়েছে।
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের আয়তক্ষেত্রকার নকশায় সামান্য পরিবর্তন করেছে কোম্পানি। এটি তার পূর্বসূরি মডেলের চেয়ে বড় ও নিচের প্রান্তটি কার্ভড (বাঁকানো)। পাওয়ার বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ধরনের ফোন ভাঁজ করার জন্য ও দুটি অংশকে যুক্ত করার জন্য এতে হিঞ্জ যুক্ত করা হয়। হিঞ্জটি খুবই শক্তিশালী ও এর মাধ্যমে ৫ লাখ বার ফোনটি ভাঁজ করা যাবে বলে দাবি করছে কোম্পানিটি।
ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব ৯.৮৭ মিলিমিটার (এমএম) ও ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব ৪ দশমিক ৫৯ মিলিমিটার (এমএম) হবে। স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগের সুবিধাও রয়েছে শাওমি মিক্স ফোল্ড ৪ এ। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং অনার ম্যাজিক ভি৩–এর মতো ফোল্ডিং ফোনের সঙ্গে ফোনটি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
শাওমি মিক্স ফোল্ড ৪ দাম ও রং
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনটি গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনো ঘোষণা করে নি কোম্পানিটি। র্যাম ও ইন্টারনাল স্টোরেজের ভিত্তিতে ফোল্ডিং ফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
চীনের বাজারে ফোনটির বিভিন্ন সংস্করণের কত দাম রাখা হয়েছে, তা তুলে ধরা হলো—
শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৮,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,০৩, ৬৪০ টাকা।
মিক্স ফোল্ড ৪ ফোনের ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,১৫, ১৪০ টাকা।
আর মিক্স ফোল্ড ৪ ফোনের ১৬ জিবি র্যাম + ১ টিবি (টেরাবাইট) স্টোরেজ সংস্করণের দাম ১০,৯৯৯ ইউয়ান বা প্রায় ১,২৬, ৬৪০ টাকা।
ব্ল্যাক, হোয়াইট এবং জেনশেন ব্লু ড্রাগন ফাইবার (নীল) রঙে এই ফোল্ডেবল ফোন পাওয়া যাবে।
শাওমি মিক্স ফোল্ড ৪–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লাইকা-ব্র্যান্ডের কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ এক্স জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ইউনিট এবং ৫ এক্স জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স রয়েছে।
ভেতরে ও বাইরের স্ক্রিনের ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
ওজন: ২২৬ গ্রাম
পুরুত্ব: ৯ দশমিক ৪৭ এমএম
সিম: ডুয়েল (ন্যানো)
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৫৬ ইঞ্চি (১,০৮০ x ২,৫২০ পিক্সেলস) অ্যামলেড ডিসপ্লে ও ৩ হাজার নিটস ব্রাইটনেস।
বাইরের ডিসপ্লের টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৯৮ প্রাইমার ২কে (২,২২৪ x ২,৪৮৮ পিক্সেলস) অ্যামলেড ডিসপ্লে ও ৩ হাজার নিটস ব্রাইটনেস।
রিফ্রেশ রেট: উভয় ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
টাচ স্যাম্পলিং রেট:
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৪
আইপি রেটিং: আইপিএক্স ৮
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,১০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড (তারসহ) ৬৭ ওয়াট ও ওয়্যালরেস (তারবিহীন) ৫০ ওয়াট
রং: সাদা, কালো ও নীল
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ও গিজমোচীনা
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৯ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে