প্রযুক্তি ডেস্ক
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২০ ঘণ্টা আগে