আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। প্রতিবছর অক্টোবরে এই ডিভাইসের আপডেট এলেও এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান। অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসা হয়। তবে গুরম্যান বলছেন, ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল।
কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
মার্ক আরও বলেন, প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল ও নবম প্রজন্মের আইপ্যাড বিক্রিও বন্ধ করবে অ্যাপল। এই পদক্ষেপ খুব শিগগিরই হবে কারণ লাইটনিং পোর্ট যুক্ত আর কোনো ডিভাইস উৎপাদন হবে না।
এদিকে ম্যাকের নতুন ডিভাইস নভেম্বরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর থেকে আইম্যাকের ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে ২৪ ইঞ্চির নতুন আইম্যাক এ মাসের শেষে বাজারে আসতে পারে।
এ ছাড়া ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে বলে ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে।
চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। প্রতিবছর অক্টোবরে এই ডিভাইসের আপডেট এলেও এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান। অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসা হয়। তবে গুরম্যান বলছেন, ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল।
কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
মার্ক আরও বলেন, প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল ও নবম প্রজন্মের আইপ্যাড বিক্রিও বন্ধ করবে অ্যাপল। এই পদক্ষেপ খুব শিগগিরই হবে কারণ লাইটনিং পোর্ট যুক্ত আর কোনো ডিভাইস উৎপাদন হবে না।
এদিকে ম্যাকের নতুন ডিভাইস নভেম্বরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর থেকে আইম্যাকের ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে ২৪ ইঞ্চির নতুন আইম্যাক এ মাসের শেষে বাজারে আসতে পারে।
এ ছাড়া ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে বলে ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে।
চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১০ মিনিট আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৬ ঘণ্টা আগে