প্রযুক্তি ডেস্ক
পুরোনো সংস্করণের আইওএসসহ অ্যাপলের অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করছে অ্যাপল। এই সিদ্ধান্তের ফলে পুরোনো আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ অ্যাপলের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আইওএস ১১ থেকে আইওএস ১১.২.৬ পর্যন্ত অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে আইক্লাউড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা ডিভাইস গুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন সুবিধা আর পাওয়া যাবে না।
পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলো থেকে নিজেদের সুবিধা আর না রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে সম্প্রতি কর্মীদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে ভবিষ্যতে অ্যাপ স্টোর, সিরি ও ম্যাপস প্রযুক্তি সমর্থন করবে না।
ধারণা করা হচ্ছে, আগামী ১ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। পুরোনো অপারেটিং সিস্টেম আপডেট করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সাধারণত বেশি পুরোনো অ্যাপল ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম আপডেট করা যায় না।
পুরোনো সংস্করণের আইওএসসহ অ্যাপলের অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করছে অ্যাপল। এই সিদ্ধান্তের ফলে পুরোনো আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ অ্যাপলের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আইওএস ১১ থেকে আইওএস ১১.২.৬ পর্যন্ত অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে আইক্লাউড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা ডিভাইস গুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন সুবিধা আর পাওয়া যাবে না।
পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলো থেকে নিজেদের সুবিধা আর না রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে সম্প্রতি কর্মীদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে ভবিষ্যতে অ্যাপ স্টোর, সিরি ও ম্যাপস প্রযুক্তি সমর্থন করবে না।
ধারণা করা হচ্ছে, আগামী ১ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। পুরোনো অপারেটিং সিস্টেম আপডেট করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সাধারণত বেশি পুরোনো অ্যাপল ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম আপডেট করা যায় না।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে