প্রযুক্তি ডেস্ক
নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।
তবে ফুজি ফিল্মের ইনস্ট্যাক্স ক্যামেরা হালে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বাজারে এসেছে ইনস্ট্যাক্স সিরিজের নতুন ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্স মিনি ১১-এর সফলতার হাত ধরেই বাজারে এসেছে পকেটবান্ধব ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্সের এ মডেলটি ডিজাইন করা হয়েছে সেলফি ও ক্লোজ-আপ শটসের জনপ্রিয়তার কথা বিবেচনা করে। বেলুনের মতো দেখতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে বেগুনি, নীল, গোলাপি, মিন্ট ও সাদা রঙে। ক্যামেরাটি আকারে বেশ ছোট।
ইনস্ট্যাক্স মিনি ১২ বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও আলোর তারতম্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। যখন শাটার প্রেস করা হয়, তখন অটোমেটিক এক্সপোজার ফাংশনের কারণে স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নির্ণয় করতে পারে এই ক্যামেরা। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড ও ফ্ল্যাশ লেভেল অপটিমাইজ় করতে পারে। এতে রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মুড’, যা অ্যাকটিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মুডটি ক্লোজ-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ।
আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন। এই সেলফি মিররে ছবি তোলার আগে ছবির কম্পোজিশন ঠিক আছে কি না, তা দেখা যাবে।
শাটার বাটন প্রেস করার পর বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র ৯০ সেকেন্ড। এই ক্যামেরা পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, আমাজন, নেয়ক্কা এবং ফুজির ইনস্ট্যাক্স ওয়েবসাইটগুলোতে। এর দাম প্রায় ১৩ হাজার টাকা।
সূত্র: গিজমো চায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।
তবে ফুজি ফিল্মের ইনস্ট্যাক্স ক্যামেরা হালে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বাজারে এসেছে ইনস্ট্যাক্স সিরিজের নতুন ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্স মিনি ১১-এর সফলতার হাত ধরেই বাজারে এসেছে পকেটবান্ধব ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্সের এ মডেলটি ডিজাইন করা হয়েছে সেলফি ও ক্লোজ-আপ শটসের জনপ্রিয়তার কথা বিবেচনা করে। বেলুনের মতো দেখতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে বেগুনি, নীল, গোলাপি, মিন্ট ও সাদা রঙে। ক্যামেরাটি আকারে বেশ ছোট।
ইনস্ট্যাক্স মিনি ১২ বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও আলোর তারতম্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। যখন শাটার প্রেস করা হয়, তখন অটোমেটিক এক্সপোজার ফাংশনের কারণে স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নির্ণয় করতে পারে এই ক্যামেরা। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড ও ফ্ল্যাশ লেভেল অপটিমাইজ় করতে পারে। এতে রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মুড’, যা অ্যাকটিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মুডটি ক্লোজ-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ।
আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন। এই সেলফি মিররে ছবি তোলার আগে ছবির কম্পোজিশন ঠিক আছে কি না, তা দেখা যাবে।
শাটার বাটন প্রেস করার পর বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র ৯০ সেকেন্ড। এই ক্যামেরা পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, আমাজন, নেয়ক্কা এবং ফুজির ইনস্ট্যাক্স ওয়েবসাইটগুলোতে। এর দাম প্রায় ১৩ হাজার টাকা।
সূত্র: গিজমো চায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে