প্রযুক্তি ডেস্ক, ঢাকা
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা
১২ মিনিট আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগে