প্রযুক্তি ডেস্ক, ঢাকা
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে