প্রযুক্তি ডেস্ক
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৬ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১৯ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগে