বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে