Ajker Patrika

১ শতাংশ চার্জে এক ঘণ্টা চলবে শাওমি ১৩ আলট্রা  

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৩: ৪৯
১ শতাংশ চার্জে এক ঘণ্টা চলবে শাওমি ১৩ আলট্রা  

শাওমির নতুন ফোন শাওমি ১৩ আলট্রা মূলত একটি ক্যামেরানির্ভর ফোন। যাঁদের ফোন কেনার অন্যতম উদ্দেশ্য ছবি তোলা, তাঁদের জন্য আদর্শ হতে পারে শাওমির নতুন এই ফোন। তবে ফোনটির আরেকটি সুবিধা নজর কেড়েছে সবার। ফোনটি শেষ ১ শতাংশ চার্জে চলবে ১ ঘণ্টা।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, আপাতত এই ফোন চীনে কিনতে পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে। শাওমির সিইও লেই জুন বলেন, ‘শাওমি ১৩ আলট্রা একটি ‘প্রফেশনাল ইমেজিং ডিভাইস’ হতে চলেছে। এই ফোন ব্যবহার করলে আপনাকে আর ডিএসএলআর ব্যবহার করতে হবে না।’ 

ফোনটিতে রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ প্রসেসর। রয়েছে ডলবি ভিশন সমর্থিত  ডিসপ্লে। এ ছাড়া ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।

ফোনটির চার ক্যামেরার সেটআপে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯, যা হাইপার-ওআইএস সমর্থন করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেলের সুপার টেলিফটো সেন্সর যা ওআইএস সমর্থন করে এবং আরও একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স, যাতে ৩x অপটিক্যাল জুম রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত