Ajker Patrika

আইওএস–১৭ আসছে সেপ্টেম্বরে, যেসব নতুন ফিচার থাকছে

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮: ৪৯
আইওএস–১৭ আসছে সেপ্টেম্বরে, যেসব নতুন ফিচার থাকছে

অ্যাপলের আইওএস–১৭ সিরিজের জন্য অপেক্ষা ফুরিয়ে আসছে। আইফোন অপারেটিং সিস্টেটেমের অধুনা এই মডেল সম্ভবত আসছে সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে। অ্যাপলের এই নতুন ফোন নিয়ে আলোচনা চলছে বেশ অনেকদিন ধরে। গ্যাজেটপ্রেমীরা এরই মধ্যে খুঁজে দেখছেন এই ফোনে কি কি ফিচার বা সুবিধা আছে। আইওএস-১৭ বাজারে ছাড়ার আগে অ্যাপল ফোনটির প্রাইভেসি ও নিরাপত্তার উন্নয়নে কাজ করবে বলে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত জুনের প্রথম সপ্তাহে অ্যাপলের বার্ষিক বৈশ্বিক ডেভলপার সম্মেলনে (WWDC) আইওস-১৭ ও এর কিছু চমকপ্রদ ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়। আইওএস–১৬ বাজারে আনার পর থেকেই অ্যাপল নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে করছে। এইবারের আপডেটে তার প্রতিফলন দেখা যেতে পারে।

আইওএস-১৭: অ্যাপলের নতুন ফোনে নতুন যত ফিচার

চেক ইন: আপনি নির্ধারিত সময়ে বাসায় পৌঁছাতে না পারলে আপনার বাছাই করা কন্টাক্টগুলোর কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। আপনি ঠিক আছেন কিনা সেই তথ্য সেখানে থাকবে। সেই সঙ্গে আপনার অবস্থানও প্রিয়জনের কাছে চলে যাবে।  

লকডাউন মোড:  আইওএস-১৭ ফোনে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তার কথা ভেবে নতুন ফিচার যোগ করা হয়েছে। এর নাম লকডাউন মোড। আইফোন স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে ফোনটি সঙ্গে সঙ্গে লকডাউন মোডে চলে যাবে। এই ফিচার সবার জন্য উন্মুক্ত নয়। এই ফিচারের ফলে ফোন সরাসরি ২-জি নেটওয়ার্ক বা অনিরাপদ ওয়ারলেসে সংযুক্ত হতে পারবে না। এই ফিচারটি অ্যাপেলের ঘড়ির সঙ্গেও পরবর্তীতে সংযুক্ত করা হবে।

লিংক ট্র্যাকিং প্রটেকশন: কোনো লিংক ব্রাউজ করার সময় বিজ্ঞাপনদাতারা যে অংশ ট্র্যাক করে, এই ফিচার সে অংশগুলো সরিয়ে ফেলবে। বিভিন্ন ধরনের অ্যাপস, মেসেজিং ও সাফারিতে প্রাইভেট ব্রাউজিং এই নিরাপত্তার আওতায় থাকবে। ফলে ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ চুরি করতে পারবে না।

পাসওয়ার্ড এবং পাস–কি শেয়ারিং: সাধারণত কেউ পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চান না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে স্ট্রিমিং সার্ভিস বা অন্য কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চাইলে সরাসরি বার্তা না পাঠিয়ে ‘টু ফ্যাক্টর’ কোডের মাধ্যমে করা যাবে। ফলে এর নিরাপত্তা জোরদার হবে।

লাইভ ভয়েসমেইল
আইওএস–১৭ ফোনে কেউ কল করলে এবং মেসেজ দিলে তার লাইভ কপি দেখা যাবে। ফোনকল ও মেসেজের উত্তর কেউ দেবে নাকি প্রত্যাখ্যান করবে তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত