ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে।
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা।
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভি ৪০ মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা।
ভি ৪০ মডেলটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম
ওজন: ১৯২ গ্রাম
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম।
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ +
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
সিপিইউ: অক্টাকোর
জিপিইউ: জি৭১৫ এমসি ১১
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ওটিজি: সমর্থন রয়েছে।
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩
র্যাম: ৮ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ
ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে।
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা।
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভি ৪০ মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা।
ভি ৪০ মডেলটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম
ওজন: ১৯২ গ্রাম
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম।
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ +
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
সিপিইউ: অক্টাকোর
জিপিইউ: জি৭১৫ এমসি ১১
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ওটিজি: সমর্থন রয়েছে।
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩
র্যাম: ৮ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে