কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে