স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে