Ajker Patrika

স্মার্টফোনের গতি বাড়ানোর ১১ উপায়

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২১, ২০: ৫৪
স্মার্টফোনের গতি বাড়ানোর ১১ উপায়

ঢাকা: আমাদের নিত্যদিনের সঙ্গী এখন স্মার্টফোন। ব্যক্তিগত আর অফিশিয়াল অনেক কাজই স্মার্টফোনের সাহায্য নিই। নানা কারণেই আপনার স্মার্টফোনের গতি কমে যেতে পারে। তখন ফোনটি দিয়ে কাজ করতে অসুবিধা হয়। কিছু কৌশল অবলম্বন করলে আপনার ফোনের গতি ফিরে আসবে।

জেনে নিন এমন ১১টি উপায়

  • প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো আপনার ফোনটি বন্ধ করুন। এরপর আবার চালু করুন। ফোনের পাওয়ার বাটন কয়েক সেকেন্ড চেপে ধরে থাকলেই রিস্টার্ট অপশন আসবে।

  • আপনার অ্যান্ড্রয়েড ফোনটি নিয়মিত আপডেট না করলে স্লো হয়ে যেতে পারে। তাই ফোনটির অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট আছে কি–না দেখতে আপনার ডিভাইসের Settings >About device>Software update এ গিয়ে বিষয়টি দেখুন। আর আপডেট না দেওয়া থাকলে শিগগিরই আপডেট করুন।

  • অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকে। ফলে আপনার ফোনের গতি কমে যায়। ফোনের অপশন বাটনে চাপ দিলেই ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপগুলো দেখাবে। সবগুলো বন্ধ করে দিন।

  • অপ্রয়োজনীয় পুরোনো ফটো, মিউজিক, ভিডিও, অ্যাপ এবং অন্য সব ডাটা মুছে দিন।

  • আপনার ফোন কখনো কখনো একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত ছবি ও টুকরো তথ্য সংরক্ষণ করে রাখে। এটি করা হয় যাতে ওই অ্যাপ্লিকেশনটি দ্রুত চালু হয়। এই ডাটাকে বলা হয় Cached data। এতেও আপনার ফোনের গতি কমে যেতে পারে। তাই আপনার যদি মনে হয় আপনার ফোনের গতি কমে গেছে তাহলে ডিভাইসের Settings > Storage > Cached data ক্লিয়ার করে ফেলুন।

  • অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ফোনের অনেকখানি জায়গা দখল করে নেয়। তাই অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলুন।

  • কাস্টম রম ইনস্টল করে নিলেও ফোনের গতি বাড়ে। কিন্তু এতে নিরাপত্তার নিশ্চয়তা নেই।

  • আপনার অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারের কারণেও ফোনের গতি কম হতে পারে। এই সমস্যা ঠিক করার জন্য ক্রোম ব্রাউজারকে ফোনের বেশি মেমোরি ব্যবহারের অনুমতি দিতে পারেন। এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে একটি নতুন ট্যাব খুলুন। এরপর URL বারে লিখুন chrome://flags/#max-tiles-for-interest-area। এখন একটি মেন্যু আসবে। সেখানে আপনি কতটুকু মেমোরি ব্যবহার করতে চান তা লিখে দিতে পারবেন। আপনার মোট র‍্যামের এক তৃতীয়াংশ পর্যন্ত ক্রোম ব্রাউজারের জন্য বরাদ্দ দিতে পারেন।

  • প্রসেসিং ক্ষমতা বেশি ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশনের ব্যাপারে খেয়াল রাখুন। এ জন্য Watchdog Task Manager অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপ আপনার ফোনের প্রতিটি অ্যাপ কী পরিমাণ রিসোর্স ব্যবহার করে তা মনিটর করে।

  • আপনার অ্যান্ড্রয়েড ফোন দ্রুতগতির করতে অ্যানিমেশন (টাচ, সুইপ, অ্যাপ ওপেন, ক্লোজের সময়কার অ্যানিমেশন) ব্যবহার বন্ধ করুন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যানিমেশনমুক্ত হলে ফোনের গতি বেড়ে যায়।

  • অন্য সব প্রচেষ্টা ব্যর্থ হলে, ফ্যাক্টরি রিসেটের চেষ্টা করে দেখতে পারেন। আপনার ফোন অসহনীয় ধীর গতির হয়ে গেলে, ফ্যাক্টরি রিসেট দিন। তবে এটি আপনার তথ্য, অ্যাপ্লিকেশন, ফটো, মিউজিক সব মুছে ফেলবে। তাই প্রয়োজনীয় জিনিসের ব্যাকআপ রাখুন। ফ্যাক্টরি রিসেট করলে আপনার ফোনটি সেই অবস্থায় যাবে যেমনটি ছিল কেনার সময়। এর জন্য Settings >Backup থেকে reset>Factory reset এ গিয়ে রিসেট করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত