ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে