নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে