Ajker Patrika

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে ইউজারনেম ও পিন জানতে হবে

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৫: ১৩
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে ইউজারনেম ও পিন জানতে হবে

স্প্যাম মেসেজ ঠেকাতে নতুন ফিচার চালু করবে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু হলে প্রথমবারের মতো কাউকে মেসেজে পাঠানোর জন্য তাদের ইউজারনেম ও পিন ব্যবহার করতে হবে। ফলে অপরিচিত অ্যাকাউন্ট থেকে কেউ স্প্যাম মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করতে পারবে না। তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

ফিচারটি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের ২.২৪. ১৮.২ সংস্করণে ফিচারটি দেখা গেছে। এতে ‘ইউজারনেম পিন’ সিস্টেম দেখা গেছে, যা ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করবে এবং অনাকাঙ্ক্ষিত বার্তা পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে। 

এই সিস্টেমে ইউজারনেমের সঙ্গে চার অক্ষরের একটি পিন যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। তাই শুধু ইউজারনেম জানলেই কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে না। পাশাপাশি পিনটিও জানতে হবে। 

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ‘ফিচারটি চালু হলে স্প্যাম বার্তা অনেকাংশেই কমে যাবে, যা হোয়াটসঅ্যাপের একটি প্রচলিত সমস্যা।’ 

প্রথমবারের মতো কেউ মেসেজ পাঠাতে চাইলেই কেবল এই পিন ও ইউজারনেম ব্যবহারের প্রয়োজন হবে। তবে পিন দিয়ে একবার মেসেজ পাঠানো হলে পরবর্তীতে মেসেজ পাঠানোর জন্য পিন দেওয়ার প্রয়োজন নেই। 

ফিচারটি চালু হলেও যাদের সঙ্গে আগে থেকে চ্যাট করেছেন তাদের সঙ্গে চ্যাট করার জন্য পিন দেওয়া লাগবে না। ফলে বর্তমানের চ্যাটগুলো স্বাভাবিকভাবে চলতে থাকবে। 

চূড়ান্তভাবে ফিচারটি কবে নাগাদ চালু করা হবে তা নিশ্চিত নয়। তবে চলতি বছরের শেষ নাগাদ ফিচারটি চালু হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 
বর্তমানে ফিচারটি পরখ করে দেখার জন্য হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ব্যবহার করতে হবে। 
 
হোয়াটসঅ্যাপের জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে নতুন ফিচারটি। কারণ ফোন নম্বরের ওপর ভিত্তি করেই মূলত প্ল্যাটফরমটি পরিচালিত হতো। ফিচারটি চালু হলে ফোন নম্বর ছাড়াও ইউজারনেম ব্যবহার করে পরিচিত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। তাই ফোন নম্বর কারও কাছে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করতে পারবে না কেউ। 

এ ছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য থিম পরিবর্তন করার নতুন ফিচার চালু করবে হোয়াটসঅ্যাপ। এটিও বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ১০টি থিম থেকে পছন্দমতো একটি থিম নির্বাচন করতে পারবে। তবে ফিচারটি মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে মতো নয়। এ দুই প্ল্যাটফরমে থিম দিলে চ্যাট অংশগ্রহণকারী সব অ্যাকাউন্ট তা দেখতে পারে। তবে হোয়াটসঅ্যাপে যে থিমটি যুক্ত করবে, শুধু তিনিই ফিচারটি দেখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত