Ajker Patrika

বিজ্ঞাপন ব্যবসা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে গুগল

আজকের পত্রিকা ডেস্ক­
অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে আধিপত্য স্থাপন করেছে গুগল। ছবি: পায়মিন্টস ডট কম
অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে আধিপত্য স্থাপন করেছে গুগল। ছবি: পায়মিন্টস ডট কম

মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।

পাবলিশার অ্যাড সার্ভার এমন একটি প্ল্যাটফর্ম, যা অনলাইন ওয়েবসাইটগুলো তাদের বিজ্ঞাপন কনটেন্ট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহার করে। অ্যাড এক্সচেঞ্জের সঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করে সংবাদমাধ্যমসহ অনলাইন কনটেন্ট নির্মাতারা বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে আয় করে থাকেন।

বিচারক আরও বলেছেন, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে আধিপত্য স্থাপন করেছে গুগল।

গত শুক্রবার কোম্পানিটি জানিয়েছে, বিচারক একটি মিশ্র রায় দিয়েছেন। কারণ রায়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রমাণ করতে পারেনি যে, গুগলের বিজ্ঞাপনদাতাদের জন্য তৈরি টুলস বা তাদের ডাবলক্লিক ও অ্যাডমেল্ড নামের দুই কোম্পানিকে অধিগ্রহণ করাটা প্রতিযোগিতাবিরোধী ছিল। তবে অন্যদিকে, বিচারক এটাও রায় দিয়েছেন যে গুগলে পাবলিশার-সংক্রান্ত বিজ্ঞাপন টুলসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে সরিয়ে দেয় এবং যা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইনের লঙ্ঘন।

মামলায় মার্কিন বিচার বিভাগ বলেছিল, গুগলের প্রকাশক অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জসহ ‘গুগল অ্যাড ম্যানেজার’ বিক্রি করতে বাধ্য করা উচিত।

ভার্জিনিয়ার ইউএস ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা তিন সপ্তাহের বিচার প্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। এই রায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে একমত, যারা বিশাল ডিজিটাল বিজ্ঞাপন বাজারে গুগলের ক্ষমতা সীমিত করতে চায়।

আদালতের ১১৫ পৃষ্ঠার রায়ে বিচারক ব্রিনকেমা বলেন, গুগল তাদের পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জ ব্যবসাকে প্রযুক্তি ও নীতিমালার মাধ্যমে এমনভাবে একীভূত করেছে, যা তাদের ওই বাজারে একচেটিয়া ক্ষমতা প্রতিষ্ঠা এবং তা রক্ষায় সহায়তা করেছে।

এদিকে গত বৃহস্পতিবার গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্যও। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।

যুক্তরাজ্যের মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করে গুগল তাদের বিজ্ঞাপনমূল্য ইচ্ছেমতো নির্ধারণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।

অভিযোগে আরও বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজার আগেই ইনস্টল করে রাখার জন্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে গুগল। সেই সঙ্গে নিজেদের সার্চ ইঞ্জিনকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতেও অ্যাপলকে অর্থ দিয়েছে কোম্পানিটি।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বর্তমানে বিজ্ঞাপন থেকেই অধিকাংশ আয় করে। এখন নতুন এই বিজ্ঞাপন প্রযুক্তিসংক্রান্ত রায়ের ফলে গুগলকে হয়তো আরও কিছু ব্যবসা থেকে সরে আসতে হবে।

তথ্যসূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ