অনলাইন ডেস্ক
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
পাবলিশার অ্যাড সার্ভার এমন একটি প্ল্যাটফর্ম, যা অনলাইন ওয়েবসাইটগুলো তাদের বিজ্ঞাপন কনটেন্ট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহার করে। অ্যাড এক্সচেঞ্জের সঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করে সংবাদমাধ্যমসহ অনলাইন কনটেন্ট নির্মাতারা বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে আয় করে থাকেন।
বিচারক আরও বলেছেন, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে আধিপত্য স্থাপন করেছে গুগল।
গত শুক্রবার কোম্পানিটি জানিয়েছে, বিচারক একটি মিশ্র রায় দিয়েছেন। কারণ রায়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রমাণ করতে পারেনি যে, গুগলের বিজ্ঞাপনদাতাদের জন্য তৈরি টুলস বা তাদের ডাবলক্লিক ও অ্যাডমেল্ড নামের দুই কোম্পানিকে অধিগ্রহণ করাটা প্রতিযোগিতাবিরোধী ছিল। তবে অন্যদিকে, বিচারক এটাও রায় দিয়েছেন যে গুগলে পাবলিশার-সংক্রান্ত বিজ্ঞাপন টুলসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে সরিয়ে দেয় এবং যা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইনের লঙ্ঘন।
মামলায় মার্কিন বিচার বিভাগ বলেছিল, গুগলের প্রকাশক অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জসহ ‘গুগল অ্যাড ম্যানেজার’ বিক্রি করতে বাধ্য করা উচিত।
ভার্জিনিয়ার ইউএস ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা তিন সপ্তাহের বিচার প্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। এই রায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে একমত, যারা বিশাল ডিজিটাল বিজ্ঞাপন বাজারে গুগলের ক্ষমতা সীমিত করতে চায়।
আদালতের ১১৫ পৃষ্ঠার রায়ে বিচারক ব্রিনকেমা বলেন, গুগল তাদের পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জ ব্যবসাকে প্রযুক্তি ও নীতিমালার মাধ্যমে এমনভাবে একীভূত করেছে, যা তাদের ওই বাজারে একচেটিয়া ক্ষমতা প্রতিষ্ঠা এবং তা রক্ষায় সহায়তা করেছে।
এদিকে গত বৃহস্পতিবার গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্যও। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
যুক্তরাজ্যের মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করে গুগল তাদের বিজ্ঞাপনমূল্য ইচ্ছেমতো নির্ধারণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।
অভিযোগে আরও বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজার আগেই ইনস্টল করে রাখার জন্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে গুগল। সেই সঙ্গে নিজেদের সার্চ ইঞ্জিনকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতেও অ্যাপলকে অর্থ দিয়েছে কোম্পানিটি।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বর্তমানে বিজ্ঞাপন থেকেই অধিকাংশ আয় করে। এখন নতুন এই বিজ্ঞাপন প্রযুক্তিসংক্রান্ত রায়ের ফলে গুগলকে হয়তো আরও কিছু ব্যবসা থেকে সরে আসতে হবে।
তথ্যসূত্র: রয়টার্স
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
পাবলিশার অ্যাড সার্ভার এমন একটি প্ল্যাটফর্ম, যা অনলাইন ওয়েবসাইটগুলো তাদের বিজ্ঞাপন কনটেন্ট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহার করে। অ্যাড এক্সচেঞ্জের সঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করে সংবাদমাধ্যমসহ অনলাইন কনটেন্ট নির্মাতারা বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে আয় করে থাকেন।
বিচারক আরও বলেছেন, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে আধিপত্য স্থাপন করেছে গুগল।
গত শুক্রবার কোম্পানিটি জানিয়েছে, বিচারক একটি মিশ্র রায় দিয়েছেন। কারণ রায়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রমাণ করতে পারেনি যে, গুগলের বিজ্ঞাপনদাতাদের জন্য তৈরি টুলস বা তাদের ডাবলক্লিক ও অ্যাডমেল্ড নামের দুই কোম্পানিকে অধিগ্রহণ করাটা প্রতিযোগিতাবিরোধী ছিল। তবে অন্যদিকে, বিচারক এটাও রায় দিয়েছেন যে গুগলে পাবলিশার-সংক্রান্ত বিজ্ঞাপন টুলসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে সরিয়ে দেয় এবং যা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইনের লঙ্ঘন।
মামলায় মার্কিন বিচার বিভাগ বলেছিল, গুগলের প্রকাশক অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জসহ ‘গুগল অ্যাড ম্যানেজার’ বিক্রি করতে বাধ্য করা উচিত।
ভার্জিনিয়ার ইউএস ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা তিন সপ্তাহের বিচার প্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। এই রায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে একমত, যারা বিশাল ডিজিটাল বিজ্ঞাপন বাজারে গুগলের ক্ষমতা সীমিত করতে চায়।
আদালতের ১১৫ পৃষ্ঠার রায়ে বিচারক ব্রিনকেমা বলেন, গুগল তাদের পাবলিশার অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জ ব্যবসাকে প্রযুক্তি ও নীতিমালার মাধ্যমে এমনভাবে একীভূত করেছে, যা তাদের ওই বাজারে একচেটিয়া ক্ষমতা প্রতিষ্ঠা এবং তা রক্ষায় সহায়তা করেছে।
এদিকে গত বৃহস্পতিবার গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্যও। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
যুক্তরাজ্যের মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করে গুগল তাদের বিজ্ঞাপনমূল্য ইচ্ছেমতো নির্ধারণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।
অভিযোগে আরও বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজার আগেই ইনস্টল করে রাখার জন্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে গুগল। সেই সঙ্গে নিজেদের সার্চ ইঞ্জিনকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতেও অ্যাপলকে অর্থ দিয়েছে কোম্পানিটি।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বর্তমানে বিজ্ঞাপন থেকেই অধিকাংশ আয় করে। এখন নতুন এই বিজ্ঞাপন প্রযুক্তিসংক্রান্ত রায়ের ফলে গুগলকে হয়তো আরও কিছু ব্যবসা থেকে সরে আসতে হবে।
তথ্যসূত্র: রয়টার্স
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে