ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।
গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।
সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।
বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।
চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।
যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ফোনএরিনা
ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।
গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।
সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।
বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।
চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।
যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ফোনএরিনা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে