ফিচার ডেস্ক
ভিডিও এডিটিং একসময় বেশ জটিল বিষয় ছিল। কিন্তু এখন সরাসরি ওয়েব ব্রাউজার থেকে এ কাজ করা যাচ্ছে খুব সহজে। শুধু থাকতে হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। বাকি কাজ করে দেবে অনলাইন ভিডিও এডিটরগুলো। এ বছর এমন অনেক অনলাইন টুল এসেছে, যেগুলো দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যাচ্ছে। ভিডিও ট্রিম, সাবটাইটেল তৈরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশন তো আছেই; এমনকি এসআই টুল দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে।
ভিড
যাঁরা পেশাদার মানের ভিডিও বানাতে চান, তাঁদের জন্য নিঃসন্দেহে সেরা অনলাইন এডিটর ভিড। এতে রয়েছে মাল্টি ট্র্যাক টাইমলাইন, সাবটাইটেল অটো জেনারেশন, এআই টুলস। ফ্রি ভার্সনে ৭২০পি আউটপুট এবং ১০ মিনিটের ভিডিও বানানো গেলেও প্রিমিয়াম সাবস্ক্রিপশনে রয়েছে আনলিমিটেড ফিচার।
ক্যানভা
ডিজাইন টুল হিসেবে জনপ্রিয় হলেও এটি ভিডিও তৈরির কাজেও দারুণ দক্ষ। যাঁরা ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব শর্টসের মতো ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য এই টেমপ্লেটভিত্তিক প্ল্যাটফর্ম খুব কাজের। ভিডিও কাটাছেঁড়া, স্পিড অ্যাডজাস্ট, রিসাইজ করা এবং সব ধরনের সোশ্যাল মিডিয়া ফরম্যাটে ডাউনলোডের অপশন রয়েছে এতে।
ক্যাপউইং
ক্যাপউইং অনেকটা প্রফেশনাল সফটওয়্যারের মতো; তবে ব্যবহার বেশ সহজ। এতে রয়েছে ট্রানজিশন, কিফ্রেম, সাবটাইটেল জেনারেটর, মিউজিক অ্যাড। চাইলে স্টক ভিডিও, ছবি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারবেন এটি দিয়ে।
মাইক্রোসফট ক্লিপচ্যাম্প
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটি এখন ডিফল্ট ভিডিও এডিটর। ব্রাউজার থেকে ভিডিও বানানো এবং স্ক্রিন রেকর্ডিং করা যায়। এমনকি এসআইভিত্তিক টেক্সট-টু-স্পিচ বা অনুবাদও করা যায়। ফ্রি ভার্সনে ১০৮০পি ভিডিও এডিট করা যায়। তবে আরও ফিচার পেতে সাবস্ক্রিপশন দরকার হয়।
এডবি এক্সপ্রেস
মূলত গ্রাফিক ডিজাইনের টুল হলেও এটি দিয়ে ভিডিওর কিছু কাজ করা যায়। সেগুলোর মধ্যে আছে ভয়েস অ্যাড, ভিডিওর গতি পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা ইত্যাদি। তবে মাল্টি ট্র্যাক টাইমলাইন নেই, কাজ করতে হয় টেমপ্লেট পদ্ধতিতে।
ফ্লেক্স ক্লিপ
যাঁরা প্রমোশনাল ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য ফ্লেক্স ক্লিপ খুবই কাজের একটি টুল। এতে টাইমলাইন এবং স্কোর বোর্ড—দুভাবেই কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশন, টেক্সট সবই আছে। এমনকি এসআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি বা ভয়েস জেনারেশনও সম্ভব এটি দিয়ে।
প্রোমো ডট কম
এই প্ল্যাটফর্ম মূলত মার্কেটিং এবং অ্যাড ভিডিও বানানোর জন্য। কয়েক হাজার টেমপ্লেট থেকে পছন্দ করে কনটেন্ট বানানো যায় এটি দিয়ে। তবে এডিটিং ফিচারগুলো কিছুটা সীমিত এবং এটি ফ্রি নয়।
ওসলো
যাঁরা বিনা মূল্যে ভিডিও এডিটিং করতে চান, তাঁদের জন্য ভালো অপশন ওসলো। এতে মাল্টি ট্র্যাক টাইমলাইন, স্ক্রিন রেকর্ডিং, কমেন্টিং সিস্টেম এবং ১০৮০পি পর্যন্ত এক্সপোর্ট সুবিধা রয়েছে একদম বিনা মূল্যে।
সোশ্যাল মিডিয়া, মার্কেটিং বা প্রফেশনাল ব্যবহারসহ যেকোনো ধরনের ভিডিও তৈরির জন্য এখন অনলাইনেই রয়েছে চমৎকার সব টুল। শুধু থাকতে হবে ইন্টারনেট আর ব্রাউজার। আর প্রয়োজন এই টুলগুলো চালানোর মানসিকতা। তাহলেই পাওয়া যাবে নিজের মতো করে ভিডিও কনটেন্ট।
সূত্র: পিসিম্যাগ
ভিডিও এডিটিং একসময় বেশ জটিল বিষয় ছিল। কিন্তু এখন সরাসরি ওয়েব ব্রাউজার থেকে এ কাজ করা যাচ্ছে খুব সহজে। শুধু থাকতে হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। বাকি কাজ করে দেবে অনলাইন ভিডিও এডিটরগুলো। এ বছর এমন অনেক অনলাইন টুল এসেছে, যেগুলো দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যাচ্ছে। ভিডিও ট্রিম, সাবটাইটেল তৈরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশন তো আছেই; এমনকি এসআই টুল দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে।
ভিড
যাঁরা পেশাদার মানের ভিডিও বানাতে চান, তাঁদের জন্য নিঃসন্দেহে সেরা অনলাইন এডিটর ভিড। এতে রয়েছে মাল্টি ট্র্যাক টাইমলাইন, সাবটাইটেল অটো জেনারেশন, এআই টুলস। ফ্রি ভার্সনে ৭২০পি আউটপুট এবং ১০ মিনিটের ভিডিও বানানো গেলেও প্রিমিয়াম সাবস্ক্রিপশনে রয়েছে আনলিমিটেড ফিচার।
ক্যানভা
ডিজাইন টুল হিসেবে জনপ্রিয় হলেও এটি ভিডিও তৈরির কাজেও দারুণ দক্ষ। যাঁরা ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব শর্টসের মতো ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য এই টেমপ্লেটভিত্তিক প্ল্যাটফর্ম খুব কাজের। ভিডিও কাটাছেঁড়া, স্পিড অ্যাডজাস্ট, রিসাইজ করা এবং সব ধরনের সোশ্যাল মিডিয়া ফরম্যাটে ডাউনলোডের অপশন রয়েছে এতে।
ক্যাপউইং
ক্যাপউইং অনেকটা প্রফেশনাল সফটওয়্যারের মতো; তবে ব্যবহার বেশ সহজ। এতে রয়েছে ট্রানজিশন, কিফ্রেম, সাবটাইটেল জেনারেটর, মিউজিক অ্যাড। চাইলে স্টক ভিডিও, ছবি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারবেন এটি দিয়ে।
মাইক্রোসফট ক্লিপচ্যাম্প
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটি এখন ডিফল্ট ভিডিও এডিটর। ব্রাউজার থেকে ভিডিও বানানো এবং স্ক্রিন রেকর্ডিং করা যায়। এমনকি এসআইভিত্তিক টেক্সট-টু-স্পিচ বা অনুবাদও করা যায়। ফ্রি ভার্সনে ১০৮০পি ভিডিও এডিট করা যায়। তবে আরও ফিচার পেতে সাবস্ক্রিপশন দরকার হয়।
এডবি এক্সপ্রেস
মূলত গ্রাফিক ডিজাইনের টুল হলেও এটি দিয়ে ভিডিওর কিছু কাজ করা যায়। সেগুলোর মধ্যে আছে ভয়েস অ্যাড, ভিডিওর গতি পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা ইত্যাদি। তবে মাল্টি ট্র্যাক টাইমলাইন নেই, কাজ করতে হয় টেমপ্লেট পদ্ধতিতে।
ফ্লেক্স ক্লিপ
যাঁরা প্রমোশনাল ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য ফ্লেক্স ক্লিপ খুবই কাজের একটি টুল। এতে টাইমলাইন এবং স্কোর বোর্ড—দুভাবেই কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশন, টেক্সট সবই আছে। এমনকি এসআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি বা ভয়েস জেনারেশনও সম্ভব এটি দিয়ে।
প্রোমো ডট কম
এই প্ল্যাটফর্ম মূলত মার্কেটিং এবং অ্যাড ভিডিও বানানোর জন্য। কয়েক হাজার টেমপ্লেট থেকে পছন্দ করে কনটেন্ট বানানো যায় এটি দিয়ে। তবে এডিটিং ফিচারগুলো কিছুটা সীমিত এবং এটি ফ্রি নয়।
ওসলো
যাঁরা বিনা মূল্যে ভিডিও এডিটিং করতে চান, তাঁদের জন্য ভালো অপশন ওসলো। এতে মাল্টি ট্র্যাক টাইমলাইন, স্ক্রিন রেকর্ডিং, কমেন্টিং সিস্টেম এবং ১০৮০পি পর্যন্ত এক্সপোর্ট সুবিধা রয়েছে একদম বিনা মূল্যে।
সোশ্যাল মিডিয়া, মার্কেটিং বা প্রফেশনাল ব্যবহারসহ যেকোনো ধরনের ভিডিও তৈরির জন্য এখন অনলাইনেই রয়েছে চমৎকার সব টুল। শুধু থাকতে হবে ইন্টারনেট আর ব্রাউজার। আর প্রয়োজন এই টুলগুলো চালানোর মানসিকতা। তাহলেই পাওয়া যাবে নিজের মতো করে ভিডিও কনটেন্ট।
সূত্র: পিসিম্যাগ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে