অলকানন্দা রায়, ঢাকা
তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা প্রায় প্রতিটি শহরে। এই যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে কাজের জায়গায় পৌঁছানোর জন্য ইলেকট্রিক বাইক এনেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকের নাম তাকিওন। এই ই-বাইক একবার রিচার্জ করলে যাতায়াত করা যাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে ওয়ালটনের ইলেকট্রিক বাইক তাকিওন। এখন থেকে প্রচলিত গ্যাসোলিন বাইকের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলতে পারবে এটি।
চারটি ভার্সনে তাকিওন
ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, ওয়ালটনের লোগোসংবলিত হলেও তাকিওন ব্র্যান্ড নামে ই-বাইকটি বাজারজাত করছেন তাঁরা। তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়া হয়েছে। লাল, নীল ও ধূসর রঙের বাইকটির দাম মাত্র ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
দেশে ওয়ালটনের শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট ডটকম থেকে বাইকটি কেনা যাবে।
এ ছাড়া সাশ্রয়ী মূল্যে তাকিওন লিও নামের একটি মডেল বাজারে ছেড়েছে ওয়ালটন। এটি মিলছে তিনটি ভার্সনে। এগুলো ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। এ তিনটি ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি তিন ধরনের। ফলে এগুলোর দামের মধ্যে তারতম্য আছে।
তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জে বাইকটি চালানো যাবে ৪০ কিলোমিটার। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা। তাকিওনের হাই এন্ড ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। যার দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছেন, প্রচলিত গ্যাসোলিন (প্র-অকটেন)-চালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে ওয়ালটন ই-বাইকের নিবন্ধন খরচ গ্যাসোলিন বাইকের চেয়ে বেশ কম।
ওয়ালটনের কম্পিউটার পণ্য এবং তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, আকর্ষণীয় ডিজাইনের তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১ দশমিক ৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেসড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১ দশমিক ৬ প্রতি ঘণ্টায় কিলোওয়াট। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায়
৫০ কিলোমিটার।
নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব গ্রাফিন বেজড ব্যাটারি ৬০০ থেকে ৮০০ সাইকেলসমৃদ্ধ। ফলে এটি নিশ্চিন্তে ৩ বছর ব্য̈বহার করা যাবে। বাইকটিতে রয়েছে পোর্টেবল চার্জার। বাড়িতে ব্যবহৃত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকে ওয়ালটনের ই-বাইকে চার্জ দেওয়া যাবে। বাইকটির
উভয় চাকায় ব্যবহৃত
হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। রয়েছে এলসিডি স্পিডোমিটার ও এলইডি লাইটিং।
ওয়ালটন ই-বাইকের সুবিধা
ওয়ালটন কর্তৃপক্ষের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ই-বাইক তৈরি ও বাজারজাত করছেন তাঁরা। ওয়ালটনের নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে তাকিওন ইলেকট্রিক বাইকে ২ বছর পর্যন্ত বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা প্রায় প্রতিটি শহরে। এই যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে কাজের জায়গায় পৌঁছানোর জন্য ইলেকট্রিক বাইক এনেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকের নাম তাকিওন। এই ই-বাইক একবার রিচার্জ করলে যাতায়াত করা যাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে ওয়ালটনের ইলেকট্রিক বাইক তাকিওন। এখন থেকে প্রচলিত গ্যাসোলিন বাইকের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলতে পারবে এটি।
চারটি ভার্সনে তাকিওন
ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, ওয়ালটনের লোগোসংবলিত হলেও তাকিওন ব্র্যান্ড নামে ই-বাইকটি বাজারজাত করছেন তাঁরা। তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়া হয়েছে। লাল, নীল ও ধূসর রঙের বাইকটির দাম মাত্র ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
দেশে ওয়ালটনের শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট ডটকম থেকে বাইকটি কেনা যাবে।
এ ছাড়া সাশ্রয়ী মূল্যে তাকিওন লিও নামের একটি মডেল বাজারে ছেড়েছে ওয়ালটন। এটি মিলছে তিনটি ভার্সনে। এগুলো ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। এ তিনটি ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি তিন ধরনের। ফলে এগুলোর দামের মধ্যে তারতম্য আছে।
তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জে বাইকটি চালানো যাবে ৪০ কিলোমিটার। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা। তাকিওনের হাই এন্ড ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। যার দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছেন, প্রচলিত গ্যাসোলিন (প্র-অকটেন)-চালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে ওয়ালটন ই-বাইকের নিবন্ধন খরচ গ্যাসোলিন বাইকের চেয়ে বেশ কম।
ওয়ালটনের কম্পিউটার পণ্য এবং তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, আকর্ষণীয় ডিজাইনের তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১ দশমিক ৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেসড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১ দশমিক ৬ প্রতি ঘণ্টায় কিলোওয়াট। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায়
৫০ কিলোমিটার।
নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব গ্রাফিন বেজড ব্যাটারি ৬০০ থেকে ৮০০ সাইকেলসমৃদ্ধ। ফলে এটি নিশ্চিন্তে ৩ বছর ব্য̈বহার করা যাবে। বাইকটিতে রয়েছে পোর্টেবল চার্জার। বাড়িতে ব্যবহৃত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকে ওয়ালটনের ই-বাইকে চার্জ দেওয়া যাবে। বাইকটির
উভয় চাকায় ব্যবহৃত
হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। রয়েছে এলসিডি স্পিডোমিটার ও এলইডি লাইটিং।
ওয়ালটন ই-বাইকের সুবিধা
ওয়ালটন কর্তৃপক্ষের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ই-বাইক তৈরি ও বাজারজাত করছেন তাঁরা। ওয়ালটনের নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে তাকিওন ইলেকট্রিক বাইকে ২ বছর পর্যন্ত বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে