প্রযুক্তি ডেস্ক
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
হলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এক ‘অভিনেত্রী’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করা ‘টিলি নরউড’ নামের চরিত্রটি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হয়েছেন হলিউডের খ্যাতিমান তারকারাও। মানুষের তৈরি কাজ চুরি ও ভবিষ্যতে অভিনেতাদের প্রতিস্থ
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। প্রতিষ্ঠানটির মূল্য এখন ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
১৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ভিডিও তৈরির সুবিধা নিয়ে নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’ (Sora) চালু করেছে ওপেনএআই। আপাতত এটি কেবল যুক্তরাষ্ট্র এবং কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে আমন্ত্রণভিত্তিক (invite-only) পদ্ধতিতে এটি ব্যবহার করা যাবে।
১৯ ঘণ্টা আগেনতুন এক সাইবার হুমকির মুখে বিশ্বব্যাপী বহু প্রতিষ্ঠান। প্রযুক্তি জায়ান্ট গুগল সতর্ক করেছে, একটি সংঘবদ্ধ হ্যাকার গ্রুপের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে র্যাননামওয়্যার ইমেইল পাঠাচ্ছে। ওই হ্যাকাররা দাবি করছে, ওরাকল ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে।
২০ ঘণ্টা আগে