Ajker Patrika

দক্ষ মানুষের ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দক্ষ মানুষের ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা: তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতাসম্পন্ন মানুষের একটি ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার। বিডি স্কিলস ডট গভ বিডি নামের ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় এক অনলাইন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই কথা বলেন। তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতাসম্পন্ন মানুষের একটি ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার। বিডি স্কিলস ডট গভ বিডি নামের ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় এক অনলাইন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই কথা বলেন।

বিডি স্কিলস ডট গভ ডট বিডি প্ল্যাটফর্ম দক্ষ মানুষদের ট্যালেন্ট পুল তৈরি করবে। আইটি কোম্পানি ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সহজেই যোগ্য প্রার্থী বাছাই করে নিতে পারবে। এমনটাই জানানো হয় অনুষ্ঠানে।

ভবিষ্যতে প্ল্যাটফর্মটির আরো উন্নয়ন করতে হবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 'বিডি স্কিলস ডট গভ বিডি প্লাটফর্মে পি এইচ পি, লারভেল, প্রোগ্রামিং, কোডিংয়ের মতো আইটি বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ এবং সার্টিফিকেটধারী ট্যালেন্ট পুলদের তথ্য থাকবে। ফলে যেকোন প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী প্রার্থী নিয়োগ দিতে পারবে।'

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্পের উদ্যোগে বানানো 'বিডি স্কিলস ডট গভ ডট বিডি ' প্ল্যাটফর্মটি আগামী ৩ জুন উদ্বোধনের কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত