যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন গুরুত্বপূর্ণ অবকাঠামোর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছে চীনের হ্যাকাররা। এসব অবকাঠামোর মধ্যে আছে- হাওয়াইয়ান ওয়াটার ইউটিলিটি, ওয়েস্ট কোস্ট পোর্ট এবং তেল ও গ্যাসের পাইপলাইন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হ্যাকাররা গত এক বছরে যুক্তরাষ্ট্রের এসব অবকাঠামোতে হস্তক্ষেপ জোরদার করেছে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির নির্বাহী পরিচালক ব্র্যান্ডন ওয়েলস বলছেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণসহ এশিয়াভিত্তিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বলে চীনা কৌশল ইঙ্গিত দিচ্ছে। এছাড়া সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সম্প্রদায়ের মধ্যে এটি বিশৃঙ্খলাও সৃষ্টি করবে।
ওয়েলসের মতে, এশিয়ায় প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন বন্ধে বা দেশটির অভ্যন্তরে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা দেশটির কোনো সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে এই বাধাগুলো তৈরি করছে চীন।
জেমসটাউন ফাউন্ডেশনের চীনের নিরাপত্তা গবেষণা সহযোগী জো ম্যাকরিনল্ডসের বলছে, তাইওয়ানে সৈন্য ও সরঞ্জাম পাঠানো কঠিন করে তুলতে চীনের হ্যাকাররা হাওয়াইয়ের ওপর নজর দিয়েছে। তাইওয়ানকে দখল করার কথা চীন স্পষ্টভাবে না বললেও হ্যাকিংয়ের বিষয়কে এই পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে দেখছে ম্যাকরেইনল্ডস।
চীনের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিমান হামলায়ও বিঘ্ন ঘটাতে চাইছেন বলে ওয়াশিংনটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় সংঘাত আসন্ন বলে যদি বেইজিং আশঙ্কা করে, তবে নিশ্চিতভাবেই বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও সামরিক সম্পদের ওপর সাইবার হামলা চালানোর কথা ভাববে চীন।
গত আগস্টে টেক্সাসের ইলেকট্রিক রিল্যায়েবিলিটি কাউন্সিলে অনুপ্রবেশের চেষ্টা করে। এটি টেক্সাসের বৈদ্যুতিক গ্রিড পরিচালনা করে। ২০১২ সালে চীনের হ্যাকাররা টেলভেন্ট থেকে শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত ডেটা সংগ্রহ করেছিল। টেলভেন্টের সফটওয়্যার উত্তর আমেরিকার গ্যাস পাইপলাইনগুলো পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন গুরুত্বপূর্ণ অবকাঠামোর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছে চীনের হ্যাকাররা। এসব অবকাঠামোর মধ্যে আছে- হাওয়াইয়ান ওয়াটার ইউটিলিটি, ওয়েস্ট কোস্ট পোর্ট এবং তেল ও গ্যাসের পাইপলাইন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হ্যাকাররা গত এক বছরে যুক্তরাষ্ট্রের এসব অবকাঠামোতে হস্তক্ষেপ জোরদার করেছে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির নির্বাহী পরিচালক ব্র্যান্ডন ওয়েলস বলছেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণসহ এশিয়াভিত্তিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বলে চীনা কৌশল ইঙ্গিত দিচ্ছে। এছাড়া সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সম্প্রদায়ের মধ্যে এটি বিশৃঙ্খলাও সৃষ্টি করবে।
ওয়েলসের মতে, এশিয়ায় প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন বন্ধে বা দেশটির অভ্যন্তরে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা দেশটির কোনো সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে এই বাধাগুলো তৈরি করছে চীন।
জেমসটাউন ফাউন্ডেশনের চীনের নিরাপত্তা গবেষণা সহযোগী জো ম্যাকরিনল্ডসের বলছে, তাইওয়ানে সৈন্য ও সরঞ্জাম পাঠানো কঠিন করে তুলতে চীনের হ্যাকাররা হাওয়াইয়ের ওপর নজর দিয়েছে। তাইওয়ানকে দখল করার কথা চীন স্পষ্টভাবে না বললেও হ্যাকিংয়ের বিষয়কে এই পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে দেখছে ম্যাকরেইনল্ডস।
চীনের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিমান হামলায়ও বিঘ্ন ঘটাতে চাইছেন বলে ওয়াশিংনটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় সংঘাত আসন্ন বলে যদি বেইজিং আশঙ্কা করে, তবে নিশ্চিতভাবেই বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও সামরিক সম্পদের ওপর সাইবার হামলা চালানোর কথা ভাববে চীন।
গত আগস্টে টেক্সাসের ইলেকট্রিক রিল্যায়েবিলিটি কাউন্সিলে অনুপ্রবেশের চেষ্টা করে। এটি টেক্সাসের বৈদ্যুতিক গ্রিড পরিচালনা করে। ২০১২ সালে চীনের হ্যাকাররা টেলভেন্ট থেকে শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত ডেটা সংগ্রহ করেছিল। টেলভেন্টের সফটওয়্যার উত্তর আমেরিকার গ্যাস পাইপলাইনগুলো পরিচালনা করে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে