নতুন ইমেজ সেন্সর আইএসওসেল জিএনকের ছবি উন্মোচন করল স্যামসাং। ৫০ মেগাপিক্সেলের এই নতুন ক্যামেরা সেন্সর ছবি ও ভিডিও ধারণকে আরও সমৃদ্ধ করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সেন্সরটি স্যামসাংসহ অন্যান্য কোম্পানির ডিভাইসে ব্যবহার করা হবে। কারণ সরবরাহকারী হিসেবে ইমেজ সেন্সরের বাজারের প্রথমদিকে রয়েছে স্যামসাং।
পূর্বসরী আইএসওসেল জিএন ১ এর তুলনায় এই সেন্সরের অনেক লক্ষ্যণীয় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ১২০ ডেসিবল রেঞ্জে ছবি তোলার ক্ষমতা রয়েছে এই সেন্সরে। সেন্সরে তিনটি পৃথক আইএসও মোড ব্যবহারের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।
এই সেন্সরযুক্ত ফোন আগামী বছরে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএনকে লেন্সের সাইজ আগের সেন্সরের মতই ১ / ১.৩ ইঞ্চি থাকবে। এমনকি এর পিক্সেল সাইজও একই ১ দশমিক ২ মাইক্রোন থাকবে। তবে ছবি ও ভিডিওয়ের উন্নয়নে লেন্সটি অন্যক্ষেত্র পরিবর্তন নিয়ে এসেছে।
এই পরিবর্তনের মধ্যে রয়েছে– ডুয়েল পিক্সেল প্রো অটো ফোকাস। এর মাধ্যমে গতিশীল বস্তুর ওপর খুব দ্রুত ফোকাস করা যাবে। দক্ষ ফটোগ্রাফাররা এই সেন্সরের প্রশংসা করবে। উজ্বল রঙের ১৪ বিটের ছবি তুলতে পারবে এই সেন্সর।
মান অক্ষুণ্ণ রেখে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ও ৪কে রেজল্যুশনের ভিডিও রেকর্ড করা সম্ভব এই লেন্সের মাধ্যমে। এইচডিআর ভিডিওতে অটোফোকাস করার সুবিধা থাকবে। ৩০ এফটিএসে ৮কে ভিডিও, ১২০ এফপিএসে ৪কে ভিডিও এবং ২৪০ এফটিএসে এফএইচডি ভিডিও ধারণ করা যাবে।
স্যামসাংয়ের কোন মডেলে এই সেন্সর ব্যবহার করা হবে তার বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি। ২০২৩ সালে আর কোনো নতুন ফোন আনবে না স্যামসাং। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ২০২৪ সালের নতুন গ্যালাক্সি সিরিজের ক্যামেরায় আইএসওসেল জিএনকে সেন্সর ব্যবহার করবে স্যামসাং।
নতুন ইমেজ সেন্সর আইএসওসেল জিএনকের ছবি উন্মোচন করল স্যামসাং। ৫০ মেগাপিক্সেলের এই নতুন ক্যামেরা সেন্সর ছবি ও ভিডিও ধারণকে আরও সমৃদ্ধ করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সেন্সরটি স্যামসাংসহ অন্যান্য কোম্পানির ডিভাইসে ব্যবহার করা হবে। কারণ সরবরাহকারী হিসেবে ইমেজ সেন্সরের বাজারের প্রথমদিকে রয়েছে স্যামসাং।
পূর্বসরী আইএসওসেল জিএন ১ এর তুলনায় এই সেন্সরের অনেক লক্ষ্যণীয় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ১২০ ডেসিবল রেঞ্জে ছবি তোলার ক্ষমতা রয়েছে এই সেন্সরে। সেন্সরে তিনটি পৃথক আইএসও মোড ব্যবহারের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।
এই সেন্সরযুক্ত ফোন আগামী বছরে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএনকে লেন্সের সাইজ আগের সেন্সরের মতই ১ / ১.৩ ইঞ্চি থাকবে। এমনকি এর পিক্সেল সাইজও একই ১ দশমিক ২ মাইক্রোন থাকবে। তবে ছবি ও ভিডিওয়ের উন্নয়নে লেন্সটি অন্যক্ষেত্র পরিবর্তন নিয়ে এসেছে।
এই পরিবর্তনের মধ্যে রয়েছে– ডুয়েল পিক্সেল প্রো অটো ফোকাস। এর মাধ্যমে গতিশীল বস্তুর ওপর খুব দ্রুত ফোকাস করা যাবে। দক্ষ ফটোগ্রাফাররা এই সেন্সরের প্রশংসা করবে। উজ্বল রঙের ১৪ বিটের ছবি তুলতে পারবে এই সেন্সর।
মান অক্ষুণ্ণ রেখে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ও ৪কে রেজল্যুশনের ভিডিও রেকর্ড করা সম্ভব এই লেন্সের মাধ্যমে। এইচডিআর ভিডিওতে অটোফোকাস করার সুবিধা থাকবে। ৩০ এফটিএসে ৮কে ভিডিও, ১২০ এফপিএসে ৪কে ভিডিও এবং ২৪০ এফটিএসে এফএইচডি ভিডিও ধারণ করা যাবে।
স্যামসাংয়ের কোন মডেলে এই সেন্সর ব্যবহার করা হবে তার বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি। ২০২৩ সালে আর কোনো নতুন ফোন আনবে না স্যামসাং। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ২০২৪ সালের নতুন গ্যালাক্সি সিরিজের ক্যামেরায় আইএসওসেল জিএনকে সেন্সর ব্যবহার করবে স্যামসাং।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে