টুইটার যদি ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য না দেয়, তাহলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তিটি বাতিল করবেন বলে হুমকি দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টুইটারের প্রধান আইনি কর্মকর্তা বিজয়া গাড্ডেকে লেখা চিঠিতে বলা হয়েছে, তথ্য সরবরাহের যে প্রতিশ্রুতি ছিল, তা টুইটার রাখেনি। এটি নিয়ম ভঙ্গের শামিল। তাই ইলন মাস্ক যেকোনো সময় এই চুক্তি বাতিল করার অধিকার রাখেন।
তবে এখনই চুক্তি বাতিল করেননি ইলন মাস্ক। আপাতত চুক্তিটি স্থগিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে চুক্তি স্থগিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত টুইটার তার ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের কম রয়েছে বলে প্রমাণ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি এটি স্থগিত রাখবেন।
মাস্ক বলেছেন, টুইটারে কমপক্ষে ২০ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে গবেষকেরা অনুমান করছেন যে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ হতে পারে।
এদিকে টুইটার এক বিবৃতিতে বলেছে, মাস্ক চুক্তি থেকে সরে আসার পাঁয়তারা খুঁজছেন। চুক্তি অনুযায়ী টুইটার কর্তৃপক্ষ মাস্কের কাছে তথ্য সরবরাহ করছে এবং তা চালিয়ে যাবে। কিন্তু টুইটার তার মালিকানাসংক্রান্ত তথ্য সরবরাহ করতে পারে না।
ইলন মাস্ক টুইটার কিনবেন কি কিনবেন না, তা নিয়ে কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এদিকে টুইটার বেচাবিক্রির প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে টুইটারের একজন বিনিয়োগকারী উইলিয়াম হেরেসনিয়াক মামলা করেছেন ইলন মাস্ক ও খোদ টুইটারের বিরুদ্ধ।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:
টুইটার যদি ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য না দেয়, তাহলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তিটি বাতিল করবেন বলে হুমকি দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টুইটারের প্রধান আইনি কর্মকর্তা বিজয়া গাড্ডেকে লেখা চিঠিতে বলা হয়েছে, তথ্য সরবরাহের যে প্রতিশ্রুতি ছিল, তা টুইটার রাখেনি। এটি নিয়ম ভঙ্গের শামিল। তাই ইলন মাস্ক যেকোনো সময় এই চুক্তি বাতিল করার অধিকার রাখেন।
তবে এখনই চুক্তি বাতিল করেননি ইলন মাস্ক। আপাতত চুক্তিটি স্থগিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে চুক্তি স্থগিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত টুইটার তার ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের কম রয়েছে বলে প্রমাণ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি এটি স্থগিত রাখবেন।
মাস্ক বলেছেন, টুইটারে কমপক্ষে ২০ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে গবেষকেরা অনুমান করছেন যে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ হতে পারে।
এদিকে টুইটার এক বিবৃতিতে বলেছে, মাস্ক চুক্তি থেকে সরে আসার পাঁয়তারা খুঁজছেন। চুক্তি অনুযায়ী টুইটার কর্তৃপক্ষ মাস্কের কাছে তথ্য সরবরাহ করছে এবং তা চালিয়ে যাবে। কিন্তু টুইটার তার মালিকানাসংক্রান্ত তথ্য সরবরাহ করতে পারে না।
ইলন মাস্ক টুইটার কিনবেন কি কিনবেন না, তা নিয়ে কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এদিকে টুইটার বেচাবিক্রির প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে টুইটারের একজন বিনিয়োগকারী উইলিয়াম হেরেসনিয়াক মামলা করেছেন ইলন মাস্ক ও খোদ টুইটারের বিরুদ্ধ।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে