প্রযুক্তি ডেস্ক
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে