পতঙ্গের মতো ছোট রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আকারে অনেক ছোট হলেও এটি নিজের চেয়ে ২২ গুন বেশি ওজন উত্তোলন করতে পারে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার রবার্ট শেফার্ড ও তাঁর পিএইচডি ছাত্র ক্যামেরন অবিন এবং অন্য সহকর্মীরা সঙ্গে এই রোবট তৈরি করেন।
এক ইঞ্চির চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের এই রোবট। এর ওজন দেড়টি পেপার ক্লিপের সমান। এতে আগুন নিরোধক রেজিন ব্যবহার করা হয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে রোবটটি।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির দেহে এক জোড়া পৃথক কম্বাসশন (দহন) চেম্বার রয়েছে, যার সঙ্গে চারটি অ্যাকচুয়েটর বা সঞ্চালক (এক ধরনের কৌশল যা বিভিন্ন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে) যুক্ত। এই সঞ্চালকগুলো রোবটের পায়ের কাজ করে। অ্যাকচুয়েটরগুলো ফাঁপা সিলিন্ডারের মতো। প্রতিটি অ্যাকচুয়েটরের নিচের দিক ঢোল বা তবলার চামড়ার মতো সিলিকন রাবার দিয়ে আবৃত।
বিদ্যুতের সরবরাহ করা হলে কম্বাসশন চেম্বারে স্ফুলিঙ্গ তৈরি হয়। তখন চেম্বারে অক্সিজেন সহযোগে মিথেন জ্বলে ওঠে। এর ফলে তবলার চামড়ার মতো সিলিকনের পর্দাটি ফুলে ওঠে এবং রোবটটি বাতাসে লাফ দেয়।
ক্যামেরন অবিন বলেন, ‘অন্যান্য রোবটের তুলনায় ছোট হওয়া সত্ত্বেও কম্বাসশন চেম্বার থাকার কারণে এটি অনেক বেশি কাজ করতে পারে।’
রোবটটি আকারের তুলনায় অনেক উঁচুতে লাফ দিতে পারে। মাটিতেও দ্রুত চলাচল করতে পারে। জ্বালানি ভিত্তিক অ্যাকচুয়েটরের জন্য রোবটটি এত বল ও শক্তি পায়।
প্রতিবেদন অনুসারে, উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ সক্ষমতা রেখে এই অ্যাকচুয়েটরের নকশা করা হয়েছে। রোবটের চাবি ঘুরিয়ে এর গতি ও স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে রোবটটিকে বিভিন্নভাবে চালানো যায়।
অবিন বলেন, ‘চার পেয়ে পতঙ্গের মতো রোবটগুলো অনুসন্ধান, উদ্ধার, পরিবেশ পর্যবেক্ষণ, নজরদারি ও বিরূপ পরিবেশে পথ দেখানোর মতো কাজে ব্যবহার করা যেতে পারে।’
তবে, রোবটটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন। এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।
পতঙ্গের মতো ছোট রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আকারে অনেক ছোট হলেও এটি নিজের চেয়ে ২২ গুন বেশি ওজন উত্তোলন করতে পারে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার রবার্ট শেফার্ড ও তাঁর পিএইচডি ছাত্র ক্যামেরন অবিন এবং অন্য সহকর্মীরা সঙ্গে এই রোবট তৈরি করেন।
এক ইঞ্চির চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের এই রোবট। এর ওজন দেড়টি পেপার ক্লিপের সমান। এতে আগুন নিরোধক রেজিন ব্যবহার করা হয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে রোবটটি।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির দেহে এক জোড়া পৃথক কম্বাসশন (দহন) চেম্বার রয়েছে, যার সঙ্গে চারটি অ্যাকচুয়েটর বা সঞ্চালক (এক ধরনের কৌশল যা বিভিন্ন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে) যুক্ত। এই সঞ্চালকগুলো রোবটের পায়ের কাজ করে। অ্যাকচুয়েটরগুলো ফাঁপা সিলিন্ডারের মতো। প্রতিটি অ্যাকচুয়েটরের নিচের দিক ঢোল বা তবলার চামড়ার মতো সিলিকন রাবার দিয়ে আবৃত।
বিদ্যুতের সরবরাহ করা হলে কম্বাসশন চেম্বারে স্ফুলিঙ্গ তৈরি হয়। তখন চেম্বারে অক্সিজেন সহযোগে মিথেন জ্বলে ওঠে। এর ফলে তবলার চামড়ার মতো সিলিকনের পর্দাটি ফুলে ওঠে এবং রোবটটি বাতাসে লাফ দেয়।
ক্যামেরন অবিন বলেন, ‘অন্যান্য রোবটের তুলনায় ছোট হওয়া সত্ত্বেও কম্বাসশন চেম্বার থাকার কারণে এটি অনেক বেশি কাজ করতে পারে।’
রোবটটি আকারের তুলনায় অনেক উঁচুতে লাফ দিতে পারে। মাটিতেও দ্রুত চলাচল করতে পারে। জ্বালানি ভিত্তিক অ্যাকচুয়েটরের জন্য রোবটটি এত বল ও শক্তি পায়।
প্রতিবেদন অনুসারে, উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ সক্ষমতা রেখে এই অ্যাকচুয়েটরের নকশা করা হয়েছে। রোবটের চাবি ঘুরিয়ে এর গতি ও স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে রোবটটিকে বিভিন্নভাবে চালানো যায়।
অবিন বলেন, ‘চার পেয়ে পতঙ্গের মতো রোবটগুলো অনুসন্ধান, উদ্ধার, পরিবেশ পর্যবেক্ষণ, নজরদারি ও বিরূপ পরিবেশে পথ দেখানোর মতো কাজে ব্যবহার করা যেতে পারে।’
তবে, রোবটটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন। এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে