কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ডাল–ই ৩–এর ওপর ভিত্তি করে এআই ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। এত দিন পর্যন্ত ফিচারটি শুধু পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন দুটি করে এআই ছবি তৈরি করতে পারবে।
গত বছরের সেপ্টেম্বরে ডাল–ই ৩ মডেল উন্মোচন করে ওপেনএআই। সে সময় থেকে শুধু চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ফিচারটি ব্যবহার করতে পারত।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ঘোষণায় ওপেনএআই বলে, ডাল–ই ৩–এর ছবি তৈরির ফিচারটি ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই প্ল্যানের জন্য প্রতিদিন দুটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। আর তৈরি ছবির মানও পেইড প্ল্যানের মতোই হবে। চ্যাটজিপিটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে ছবিগুলো তৈরি করা যাবে।
ফ্রি প্ল্যানের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইওএসের অ্যাপ ব্যবহার করে এআই ছবি তৈরি করতে পারবে। আর পেইড প্ল্যানে আগের মতো যত ইচ্ছা ততগুলো এআই ছবি তৈরি করা যাবে।
চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সাইড প্যানেল থেকে ডাল–ই ব্যবহার করা যাবে বা সাধারণভাবে নির্দেশনা দিলেও তা ব্যবহার করা যাবে। ডাল–ই ৩ মডেলে আলো, বিষয়বস্তু, ক্যামেরা অ্যাঙ্গেলের মতো বিভিন্ন নির্দেশনা দিয়ে এআই ছবি তৈরি করা যাবে।
আর যারা এই ধরনের নির্দেশনা দিতে পারবেন না, তারা চ্যাটজিপিটিকে বলেলেই প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দেবে। এরপর ডাল–ই ৩ মডেলে নির্দেশনাটি কপি করে পেস্ট করলেই, সেই অনুযায়ী ছবি তৈরি করে দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ডাল–ই ৩–এর ওপর ভিত্তি করে এআই ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। এত দিন পর্যন্ত ফিচারটি শুধু পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন দুটি করে এআই ছবি তৈরি করতে পারবে।
গত বছরের সেপ্টেম্বরে ডাল–ই ৩ মডেল উন্মোচন করে ওপেনএআই। সে সময় থেকে শুধু চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ফিচারটি ব্যবহার করতে পারত।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ঘোষণায় ওপেনএআই বলে, ডাল–ই ৩–এর ছবি তৈরির ফিচারটি ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই প্ল্যানের জন্য প্রতিদিন দুটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। আর তৈরি ছবির মানও পেইড প্ল্যানের মতোই হবে। চ্যাটজিপিটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে ছবিগুলো তৈরি করা যাবে।
ফ্রি প্ল্যানের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইওএসের অ্যাপ ব্যবহার করে এআই ছবি তৈরি করতে পারবে। আর পেইড প্ল্যানে আগের মতো যত ইচ্ছা ততগুলো এআই ছবি তৈরি করা যাবে।
চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সাইড প্যানেল থেকে ডাল–ই ব্যবহার করা যাবে বা সাধারণভাবে নির্দেশনা দিলেও তা ব্যবহার করা যাবে। ডাল–ই ৩ মডেলে আলো, বিষয়বস্তু, ক্যামেরা অ্যাঙ্গেলের মতো বিভিন্ন নির্দেশনা দিয়ে এআই ছবি তৈরি করা যাবে।
আর যারা এই ধরনের নির্দেশনা দিতে পারবেন না, তারা চ্যাটজিপিটিকে বলেলেই প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দেবে। এরপর ডাল–ই ৩ মডেলে নির্দেশনাটি কপি করে পেস্ট করলেই, সেই অনুযায়ী ছবি তৈরি করে দেবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে