Ajker Patrika

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে বিভ্রাট

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৪: ৫৭
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে বিভ্রাট

ইন্টারনেট ব্যবহার করে বার্তা পাঠানোর জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে। হঠাৎ করেই বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ দিয়ে বার্তা পাঠানো যাচ্ছে না। বিষয়টি স্বীকার করে নিয়েছে হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা। তারা বলছে, সমস্যা মেটাতে কাজ চলছে।  

সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। সার্ভারের কার্যকারিতাবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, ওই সময় থেকে হোয়াটসঅ্যাপের সার্ভার কাজ না করার রিপোর্ট আসতে থাকে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে সকাল থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিপোর্ট ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে জমা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬০০, সিঙ্গাপুরে ১৯ হাজারসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে রিপোর্ট জমা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। 

এদিকে হোয়াটসঅ্যাপের বিভ্রাট নিয়ে প্রাথমিকভাবে বক্তব্য না দিলেও পরে মুখ খুলেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘ব্যবহারকারীদের অনেকেই হোয়াটসঅ্যাপে ঢুকতে এবং বার্তা পাঠাতে পারছেন না বলে আমাদের কাছে খবর এসেছে। এ সমস্যা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত